রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তৃতীয় খলিফার মনোনয়ন

হজরত ওমর (রা.) যখন মৃত্যুশয্যায়, তখন তার কাছে পরবর্তী খলিফা মনোনয়নের দাবি উত্থাপিত হলে তিনি বলেন, তোমাদের সামনে এমন একটি দল রয়েছে, যাদের সম্পর্কে রসুলুল্লাহ (সা.) বলেছেন, তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন হজরত আলী, ওসমান, আবদুর রহমান, সাদ, জুবাইর ও তালহা। তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করতে হবে। হজরত ওমর (রা.)-এর  মৃত্যুকালীন উপরিউক্ত উক্তি থেকে এ কথাই প্রমাণিত হয়, আদর্শের মানদণ্ডে উন্নীত রসুল (সা.)-এর জবানে জান্নাতের বাশারাতপ্রাপ্ত ব্যক্তিরাই খিলাফতের যোগ্যতম উত্তরাধিকারী। হজরত ওমর (রা,) উল্লিখিত ছয়জনকে নিয়ে একটি বোর্ড গঠন করে তিন দিনের সময় বেঁধে দিয়ে বললেন, ‘আমার মৃত্যুর পর তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের যে কোনো একজনকে ঐকমত্যের ভিত্তিতে খলিফা মনোনীত করবেন।’ হজরত ওমর (রা.)-এর ইন্তেকাল হলো। বোর্ড সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে বসলেন, দুই দিন পর শেষ দিনে আবদুর রহমান ইবনে আওফ (রা.) বললেন, ‘আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি। এবার তোমরা তোমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি নির্বাচনের দায়িত্ব আমাকে অর্পণ করতে পার।’ সবাই খলিফা নির্বাচনের ক্ষমতা আবদুর রহমানকে অর্পণ করলেন। তিনি সম্ভ্রান্ত সবার সঙ্গে পরামর্শ করলেন। অতঃপর ওমর (রা.) কর্তৃক বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে ফজরের নামাজের পর মসজিদে নববীতে সমবেত মদিনাবাসীর উদ্দেশে এক সংক্ষিপ্ত ভাষণের পর তিনি খলিফা হিসেবে হজরত ওসমান (রা.)-এর হাতে বাইয়াত গ্রহণ করেন, অতঃপর সবাই।   

            শাকিলা জাহান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর