বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক হত্যাকাণ্ড বন্ধে কঠোর হোন

ঘাতক বাসের চাকায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গত দুই দিন বিক্ষোভে ফুঁসে উঠেছে রাজধানী। শিক্ষার্থীরা ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও একজন মন্ত্রীর আচরণের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ শুরু করলে অচল হয়ে পড়ে দেড় কোটি মানুষের মেগা শহর রাজধানী ঢাকা। সোমবার বিমানবন্দর, মিরপুর সড়ক, বাড্ডা অবরোধ করে বিক্ষোভ শুরু করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার তা অন্যত্র ছড়িয়ে পড়ে। ফলে রাজধানীর প্রায় সব সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন নানা শ্রেণি-পেশার মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সোমবার সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন করার কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু রাজপথে পুলিশ বিক্ষোভকারীদের দাঁড়াতেই দেয়নি। এর একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওই প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। এতে যোগ দেন রাজধানীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাবালে নূর পরিবহনের বাসচালকের কঠোর শাস্তি ও নিরাপদ সড়ক নিশ্চিতসহ নয় দফা দাবি তুলে ধরেন। এমনকি দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন তারা। শিক্ষার্থীদের অবরোধে রাজধানীতে অচলাবস্থা দেখা দেওয়ায় সবচেয়ে বিপাকে পড়েন হজযাত্রীরা। হজ ফ্লাইট ধরার জন্য তাদের অপরিসীম ধকল পোহাতে হয়। শিক্ষার্থীদের রাজপথ অবরোধ রাজধানীতে যে অচলাবস্থা সৃষ্টি করেছে সর্বস্তরের মানুষ তাতে ভোগান্তিতে পড়লেও তাদের সমর্থন ছিল অবরোধকারীদের প্রতি। বেপরোয়া বাস-ট্রাকের চাপায় একের পর এক হত্যাকাণ্ড ঘটবে আর গাড়ি মালিক সমিতি ও শ্রমিকদের ট্রেড ইউনিয়নের দাপটে অপরাধীরা শাস্তির ঊর্ধ্বে থাকবে এ ট্রাডিশনের পরিবর্তন চেয়েছে প্রায় প্রতিটি মানুষ। বিশেষ করে একজন মন্ত্রীর আচরণ ছিল গত দুই দিনের প্রধান আলোচ্য বিষয় এবং তা সরকারি দল সমর্থকদেরও গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। সড়ক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিবাদ অর্বাচীন কর্তাব্যক্তিদের প্রতি সরকারের নজরদারির তাগিদ সৃষ্টি করেছে।  এর অন্যথা ভবিষ্যতে বড় বিপদ হয়ে দেখা দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর