সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কেমন পশু দ্বারা কোরবানি করবেন

মুফতি মুহাম্মদ মর্তুজা

কেমন পশু দ্বারা কোরবানি করবেন

কোরবানি মহান আল্লাহতায়ালার প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর ওয়াজিব। সামর্থ্যবান বলতে বোঝানো হয়েছে, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যার কাছে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়াজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ থাকে। কোরবানির নেসাব পুরো বছর থাকা জরুরি নয়; বরং কোরবানির তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কোরবানি ওয়াজিব হয়ে যায়।

সে হিসেবে আমাদের সমাজের অনেক নারীর ওপরই কোরবানি ওয়াজিব হয়ে আছে, অথচ তিনি জানেনই না। কোরবানি ওয়াজিব হয়ে আছে অনেক অবিবাহিত যুবক ভাইয়ের ওপরও যিনি ভাবছেন তিনি এখনো কোরবানি করার মতো বয়স্ক হননি। নেসাবের ক্ষেত্রে টাকা-পয়সা, সোনা-রুপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র হিসাবযোগ্য। সোনার ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে সেগুলোর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হওয়া। যদি কারও কাছে সোনা বা রুপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার ওপর কোরবানি করা ওয়াজিব। আলমুহিতুল বুরহানি ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায়। এ ছাড়া অন্য পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। গরু ও মহিষ হতে হবে কমপক্ষে ২ বছরের। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। - বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। এমন শুকনো দুর্বল পশু, যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। জামে তিরমিজি ১/২৭৫। এ ছাড়াও যে পশু তিন পায়ে চলে, এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশুর কোরবানি জায়েজ নয়। জামে তিরমিজি ১/২৭৫, সুনানে আবু দাউদ ৩৮৭, বাদায়েউস সানায়ে, আল কাউসার। যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয়। এ ছাড়াও যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তর যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি সে পশু কোরবানি করা জায়েজ। জামে তিরমিজি ১/২৭৬।

            লেখক : প্রাবন্ধিক, গবেষক।

সর্বশেষ খবর