শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
বিচিত্রতা

ক্যাসোয়ারি পাখি

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখিটির নাম ‘ক্যাসোয়ারি’। ক্যাসোয়ারি পরিবারের অন্তর্ভুক্ত বিশালদেহী ক্যাসোয়ারির দেখা পাওয়া যায় নিউগিনি ও তার নিকটবর্তী দ্বীপের বর্ষাঘন অঞ্চলে। এ ছাড়া উত্তর অস্ট্রেলিয়ার নিরক্ষীয় বনাঞ্চলেও এদের দেখা মেলে। উচ্চতার নিরিখে অস্ট্রিচ ও এমুর পরই ক্যাসোয়ারির স্থান। এরা উড়তে পারে না। সাউদার্ন, নর্দার্ন বা ডোয়ার্ক বা বামন এ তিন প্রজাতির পাখিই বেশি দেখা যায়। মূলত গভীর অরণ্যের বাসিন্দা ক্যাসোয়ারি একাকী স্বভাবের ও লাজুক প্রকৃতির। সাউদার্ন ক্যাসোয়ারির বিজ্ঞানসম্মত নাম  Casurious। প্রায় ৬ ফুট লম্বা ও ষাট-সত্তর কেজি ওজনের এক একটি ক্যাসোয়ারির চেহারা দেখার মতো, মাথা থেকে ঘাড়ের দিকে নীল ও বেগুনি রঙের চামড়া বাদ দিলে এদের সারাটা শরীরই খরখরে ও  কুচকুচে কালো পালক দিয়ে ঢাকা থাকে। পায়ের ওপরের অংশ নীলচে ও সবুজাভ ধূসর রঙের। গলার দিকে লাল ও ঘাড়ের পেছনে কমলা রঙের ছোপ থাকে। এদের মুখে অত্যন্ত ধারালো একজোড়া ঠোঁট ও মাথার ওপর ছাই রঙের ঝুঁটি দেখা যায়। ঝুঁটিটি কেরাটিন-জাতীয় প্রোটিন দিয়ে তৈরি এবং নরম ও ইলাস্টিক প্রকৃতির। ক্যাসোয়ারির তিন আঙ্গুলবিশিষ্ট পায়ের পাতায় প্রতিটি আঙ্গুল নখযুক্ত। তবে এর মধ্যে মাঝের আঙ্গুলের সঙ্গে যুক্ত ৫ ইঞ্চি লম্বা অনেকটা ছুরির মতো দেখতে নখটি সবচেয়ে মারাত্মক। প্রচ- জোরে ছুটে এসে প্রায় ৫ ফুট লাফিয়ে উঠে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এই ধারালো নখের সাহায্যে এরা শিকারকে ফালা ফালা করে দেয়। ক্যাসোয়ারির এই খুনে স্বভাবই এদের সবচেয়ে বিপজ্জনক প্রাণীর তকমা দিয়েছে। এমনিতে লাজুক স্বভাবের হলেও যদি এদের উত্ত্যক্ত করা হয় তবে এরা সহজেই উত্তেজিত হয়ে পড়ে এবং আক্রমণ করে। মূলত মানুষ ও গৃহপালিত পশুরাই ক্যাসোয়ারির আক্রমণের সম্মুখীন হয়। এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিউগিনির সামরিক ঘাঁটির সেনাদের ক্যাসোয়ারির নজর এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। নিউগিনির কোনো কোনো গ্রামে আজও হাঁস-মুরগির বাড়িতে ক্যাসোয়ারিদের পোষার দল আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর