মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

কোসেম সুলতান

অটোমান সাম্রাজ্য। ইউরোপজুড়ে ছড়ি ঘুরিয়েছে এই মহান মুসলিম রাজবংশ। তুরস্কের এই সাম্রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাপন ছিল সেই সময়ে এক কথায় অনবদ্য। তবে অটোমান রাজবংশে ছিল এক কঠিন আইন। যে আইনে সিংহাসনের জন্য ভাই ভাইকে খুন করতে পারবে এবং তা বৈধ। অন্যদিকে একজন অটোমান সুলতানের একাধিক খাস দাসী থাকত যারা সুলতানের সঙ্গে থাকত ও সন্তান জম্ম  দিত। সে কারণে প্রত্যেক মা চাইতেন তার নিজের সন্তানকে সিংহাসনে দেখতে। কিন্তু সবাই তা পারতেন না। সুলতানের ওপর ও প্রাসাদে যে সুলতানার প্রভাব থাকত বেশি তিনিই পারতেন। কিন্তু অটোমান সাম্রাজ্যে একজন মাত্র নারী সুলতানের থেকেও বেশি ক্ষমতাধর হয়েছিলেন। তার ইশারায় সুলতান পরিবর্তন হতো, এতটাই ক্ষমতাধর নারী ছিলেন সেই নারী। তিনি সুলতান প্রথম আহমদের বিবাহিত স্ত্রী এবং সুলতান চতুর্থ মুরাদ ও সুলতান ইবরাহিমের মা। তার নাম কোসেম সুলতান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর