শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অশান্ত শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের ক্ষোভ নিরসনের উদ্যোগ নিন

উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। কিন্তু তাতে উপাচার্য মহোদয়ের কিছু আসে যায় বলে মনে হচ্ছে না। উপাচার্য নামের সোনার হরিণ পদ থেকে সরে না দাঁড়ানোয় উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি। শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘অ-উপাচার্যসুলভ’ কটূক্তি করে তাদের ক্ষোভের টার্গেটে পরিণত হন তিনি। যে কারণে বিতর্কিত উপাচার্যকে মর্যাদাপূর্ণ ওই পদে দেখতে রাজি নন শিক্ষার্থীরা। তারা পড়াশোনার ক্ষতি জেনেও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শারীরিক ক্ষতি জেনেও নেমেছেন অনশনে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুধবার প্রথম দিন রাত থেকেই অনশনে যোগ দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। তারাও দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। দাবি জোরালো করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৫২ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপাচার্যের অপসারণ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। উপাচার্যের সঙ্গে আর কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছেন ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। তাদের স্যালাইন পুশ করে সুস্থ রাখার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। আন্দোলনের ফলে শারীরিক ও লেখাপড়ার ক্ষতি জেনেও উপাচার্যের অপসারণ ছাড়া ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা। শিক্ষার্থীদের অনুযোগ- রাষ্ট্র কি এসব দেখছে না? ৮ হাজার শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর, নাকি একজন উপাচার্যের স্বার্থরক্ষা করা হবে- এমন প্রশ্ন তুলে ধরেছেন তারা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদী শিক্ষার্থীদের সম্পর্কে চরম অপমানজনক কটূক্তি করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদধারীদের একসময় আকাশছোঁয়া মর্যাদার অধিকারী বলে ভাবা হতো। শিক্ষার্থীদের কাছে তারা শুধু শিক্ষক নন, পিতৃতূল্য বলে বিবেচিত হতেন। শিক্ষার্থীদের সম্পর্কে অপিতৃজনক কটূক্তি করতে যার বিবেকে বাধে না, তার এমন পদে থাকা উচিত কিনা তা একটি বিবেচ্য বিষয়। আমরা আশা করব, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট মোচনে অবিলম্বে শিক্ষার্থীদের ক্ষোভ নিরসনের গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো হেলাফেলা কাম্য হওয়া উচিত নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর