শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শয়তান মানুষের রূপ ধরে গুজব ছড়ায়

মুহম্মাদ ওমর ফারুক

শয়তান মানুষের রূপ ধরে গুজব ছড়ায়

গুজব সমাজে অশান্তি ও বিভক্তি সৃষ্টি করে। সামাজিক শৃঙ্খলার জন্যও তা বিপজ্জনক। রসুলুল্লাহ (সা.) গুজব সৃষ্টির ব্যাপারে তাঁর অনুসারীদের সতর্ক করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, ‘শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে আসে এবং তাদের মিথ্যা কথা (গুজব) শোনায়। অতঃপর লোকজন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের কেউ বলে, আমি এমন এক ব্যক্তিকে এ কথা বলতে শুনেছি যার চেহারা চিনি, কিন্তু নাম জানি না।’ মুসলিম থেকে মিশকাতে। এ হাদিস থেকে জানা যায়, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া উভয়ই শয়তানি কাজ। উপরোক্ত হাদিসগুলোর নিরিখে জিবের ব্যবহার অর্থাৎ কথাবার্তা বলার সময় সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে সামান্য অসতর্কতা দুনিয়া ও আখেরাতের দিক থেকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

আরবি কবিতার একটি পঙ্ক্তি, ‘কথা বললে মেপে বল, কারণ কথা বুদ্ধি অথবা দোষ উন্মুক্ত করে দেয়।’ ইবনে হিব্বান বলেছেন, ‘ধীরস্থিরতা অবলম্বনকারীকে কেউ পেছনে ফেলতে পারে না। আর তাড়াহুড়াকারী অন্যদের নাগাল পায় না।’ কথাবার্তায় সংযমী হওয়া রসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। এ ক্ষেত্রে সংযম হওয়ার মধ্যেই রয়েছে অশেষ কল্যাণ। মানুষের বাকশক্তির অপব্যবহার পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অকল্যাণ বয়ে আনতে পারে। বিপর্যয়ের কারণ ঘটাতে পারে জিবের অবিবেচনাপ্রসূত ব্যবহার। জিবের সুব্যবহার মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। তার বন্ধুর সংখ্যা বৃদ্ধি করে। একইভাবে কুব্যবহার অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। অকারণ শত্রুতা সৃষ্টি করে।

সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে তার জিব ও লজ্জাস্থানের (সঠিক ব্যবহারের) নিশ্চয়তা দিতে পারবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিতে পারব।’ বুখারি থেকে মিশকাতে। উপরোক্ত হাদিসে জিব ও লজ্জাস্থানের ক্ষেত্রে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে। জান্নাতে যেতে হলে কথাবার্তায় যেমন সংযমী হতে হবে, তেমনি লজ্জাস্থানের অননুমোদিত ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মুসলমানদের অবশ্যই সত্যনিষ্ঠ হতে হবে, মিথ্যা বর্জন করতে হবে। কানকথা শোনা কিংবা সত্যতা যাচাই না করেই শোনা-কথা প্রচার থেকে বিরত থাকতে হবে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তা-ই (সত্যতা যাচাই না করে) বলে বেড়ায়।’ মুসলিম থেকে মিশকাতে। আল্লাহ আমাদের সবাইকে কথাবার্তায় সংযমী হওয়া, বিশেষত অন্যের নামে কুকথা প্রচার ও অন্যের মনে অকারণে আঘাত দেওয়া এবং সব ধরনের কুৎসা রটনা থেকে বিরত থাকার তাওফিক দান করুন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর