রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
মুক্তিযুদ্ধ

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার কোরের অফিসার, মুক্তিযুদ্ধে শহীদ। ১৯৪৯ সালের ৭ মার্চ  বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে তার জন্ম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে তার তিন সহকর্মী ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন আনামসহ গোপনে ৩ জুলাই কর্মস্থল ত্যাগ করেন এবং দুর্গম পার্বত্য এলাকা ও মুনাওয়ার তায়ি নদী অতিক্রম করে শিয়ালকোটের কাছে সীমান্ত পার হন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। মহিউদ্দিন জাহাঙ্গীরকে ৭ নম্বর সেক্টরের মেহেদিপুর সাব-সেক্টরের কমান্ডার নিয়োগ করা হয়।  লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান ৭ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। মহিউদ্দিন জাহাঙ্গীর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে কানসাট, আরগরার হাট, শাহপুরসহ কয়েকটি সফল অভিযানে অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতার পরিচয় দেন। ফলে ডিসেম্বরে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ দখলের জন্য তাকে একটি মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দেওয়া হয়। পাক বাহিনী ইতিমধ্যেই নবাবগঞ্জ শহর প্রতিরক্ষার জন্য মহানন্দা নদীর তীরে ৩ কিলোমিটার এলাকাব্যাপী বাংকার নির্মাণ করে রাখে। এ বাংকারে ছিল ৫ ফুট গভীর পরিখা। লেফটেন্যান্ট কাইয়ুম, লেফটেন্যান্ট আউয়াল, জনা পঞ্চাশেক মুক্তিযোদ্ধাসহ মহিউদ্দিন নবাবগঞ্জ শহরের পশ্চিমে বারঘরিয়া নামক স্থানে অবস্থান গ্রহণ করেন (১০ ডিসেম্বর)। ১৩ ডিসেম্বর প্রত্যুষে তিনি এক প্লাটুন মুক্তিযোদ্ধাসহ রেহাইচরের মধ্য দিয়ে নৌকাযোগে মহানন্দা নদী পার হন এবং অতর্কিত আক্রমণ চালিয়ে শত্রুর বেশ কয়েকটি বাংকার দখল করে নেন। পাকিস্তানি বাহিনী তখন পশ্চাদপসরণ করে নবাবগঞ্জ শহরে অবস্থান নেয় এবং একটি দালানের ছাদ থেকে মেশিনগানে অনবরত গুলি চালিয়ে মুক্তিযোদ্ধাদের শহরাভিমুখে অগ্রযাত্রা ঠেকিয়ে রাখে। এই সংকটময় সময়ে মহিউদ্দিন শত্রুর মেশিনগান ধ্বংস করার পরিকল্পনা নেন। তিনি বাঁ হাতে এসএমজি ও ডান হাতে একটি গ্রেনেড নিয়ে গোপনে ক্যাম্প থেকে বেরিয়ে আসেন। হামাগুড়ি দিয়ে রাস্তা পার হয়ে তিনি দ্রুত মেশিনগানবাহী বাড়িটির দিকে ধাবিত হন। ত্বরিত গতিতে তিনি মেশিনগান বরাবর গ্রেনেড নিক্ষেপ করেন। বিস্ফোরিত গ্রেনেডের আঘাতে মেশিনগানের স্থলটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। অকস্মাৎ রাস্তার পাশের একটি দোতলা বাড়ি থেকে শত্রুর একটি গুলি তার কপালে বিদ্ধ হয় এবং সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (১৪ ডিসেম্বর)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর