সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চালের দাম বাড়ছে

বাজার নিয়ন্ত্রণে কঠোর হোন

বাজারে নতুন ধান-চাল ওঠার পর দাম কমে এটিই চিরাচরিত নিয়ম। অনেক সময় ধান-চালের দামে এতটাই ধস নামে যে কৃষকের পক্ষে উৎপাদন খরচ উঠানোও দায় হয়ে দাঁড়ায়। যে কারণে কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে সরকার ধান ওঠার মৌসুমে বাড়তি দাম দিয়ে ধান-চাল কেনে। কিন্তু এ বছর অযৌক্তিকভাবে আমন ধান বাজারে ওঠার পরও চালের দাম বাড়ছে হু হু করে। খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। চালকল মালিকরা বলছেন, ধানের দাম বেশি হওয়ায় সংগতভাবেই চালের বাজারে প্রভাব পড়ছে। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে পরিবহন খরচ। সে অজুহাতে চালের দামও বাড়ছে। এখন চলছে আমন ধানের ভরা মৌসুম। অধিকাংশ মাঠ থেকে ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত কৃষক। এ সময় চালের দাম কম থাকার কথা থাকলেও খুচরা ও পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। চালের বড় মোকাম কুষ্টিয়া, দিনাজপুর, নাটোর, নওগাঁর মিলগুলোতেও বেড়েছে চালের দাম। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় সারা দেশেই এর প্রভাব পড়েছে। আমন ধানের ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। ধান-চালের দাম বৃদ্ধি পাওয়ায় গরিব ও নিম্নমধ্যবিত্তরা সংকটে  পড়েছেন। এমনিতেই ভোজ্য তেল ও চিনির দাম নাগালের বাইরে। মাছ মাংস ডিমের দামও গত বছরের তুলনায় গড়ে ২০/২৫ শতাংশ বেশি। অন্যতম নিত্যপণ্য পিঁয়াজের দাম বেড়েছে লাগামহীনভাবে। চালের দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে বিবেচিত হচ্ছে। করোনাভাইরাসের প্রভাবে গত দুই বছর ব্যাপক সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। চালের দাম বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। চাল এমন একটি পণ্য দেশের ১৭ কোটি মানুষের কাছে এটি প্রধান খাদ্য হিসেবে বিবেচিত।  সংকট এড়াতে চালের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে। বাজারের ওপর নজরদারি থাকাও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর