সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ওমিক্রন সংক্রমণ

মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা প্রয়োজন

করোনাভাইরাস নামের ভয়াল দৈত্যকে কিছুতেই সামাল দিতে পারছে না বিশ্ববাসী। রূপকথার দৈত্যদানবের কাহিনির সঙ্গে সংগতি রেখে এক দৈত্যকে কাবু করার পর হাজির হচ্ছে আরেক দৈত্য। করোনার নতুন ধরন ওমিক্রন এখন তোলপাড় করছে সারা বিশ্ব। দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাসের দুই রোগীর সন্ধান মিলেছে বাংলাদেশে। তারা দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার। আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সফর করে সম্প্রতি তারা দেশে ফেরেন। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, এ দুই নারী ক্রিকেটার সংক্রমিত হয়েছেন আরও আগে। সাত দিন আগে যখন তারা প্লেনে বাংলাদেশে আসেন, সেখানে আরও যাত্রী ছিলেন, বিমানবালা ছিলেন; প্লেন থেকে নেমে বাসে ওঠেন, সেখানে ড্রাইভারসহ অন্য কর্মকর্তারা ছিলেন; বিমানবন্দরে তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন লোক ছিলেন। ফলে সংক্রমণ যা হওয়ার তা আগেই হয়ে গেছে। এ জন্য তাদের থেকে ওমিক্রন ছড়াবে না, এমন কথা বলার সুযোগ নেই। এখন খুবই জরুরি এ দুই নারী দেশে আসার পর পুরো পথে কাদের সংস্পর্শে গিয়েছেন, কাদের সঙ্গে কথা বলেছেন, করমর্দন করেছেন, ফুল নিয়েছেন, তাদের খুঁজে বের করা দরকার। তাদের খুঁজে বের করে আইসোলেশনে রাখলে ওমিক্রনের সংক্রমণ মোটামুটি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে। কিন্তু সেটি আমাদের দেশে পরিপূর্ণভাবে সম্ভব হবে এমন ভাবা অনেকটাই দুরাশার শামিল। করোনাভাইরাস মোকাবিলায় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। তবে দুই ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যেখানে দক্ষিণ এশীয় দেশ ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে, সে ক্ষেত্রে বুস্টার ডোজের বদলে দুই ডোজ টিকা দানের বিষয়টি প্রাধান্য দেওয়া উচিত।  ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে মাস্ক ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কথা ভাবতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর