মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

রুশ-ইউক্রেন যুদ্ধ

বাংলাদেশেও বাড়াচ্ছে পণ্যের দাম

ইউক্রেনে রুশ ভালুকের হামলে পড়ার ঘটনায় দুনিয়ার ৭৫০ কোটি মানুষ এখন নিদারুণ দুর্ভোগের শিকার। ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের পর থেকে গত এক মাসে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেল, গ্যাস, নির্মাণসামগ্রীর কাঁচামাল, গম, সয়াবিন, পাম তেলসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম। বাজার বিশ্লেষকদের মতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভোগ্যপণ্য, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের ভোক্তাদের উচ্চমূল্য পরিশোধের দুর্ভোগ আরও দীর্ঘ হবে। রাশিয়ার ওপর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর ক্রমাগত কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে পণ্যমূল্য বৃদ্ধি ও বাংলাদেশে তার প্রভাবে মানুষের এ দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছাচ্ছে। অর্থনীতিবিদ, কূটনীতিক ও ব্যবসায়ীদের মতে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি এখন আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ রাশিয়া-ইউক্রেনের অনাকাক্সিক্ষত যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর আমেরিকা ও ন্যাটো জোটের কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি। যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। এ সমস্যার উত্তাপ বাংলাদেশেও পড়ছে। নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া থেকে আমদানিনির্ভর পণ্যগুলোর দাম স্বাভাবিক কারণেই বাড়ছে। আর ইউক্রেন থেকে আমদানিনির্ভর পণ্যের দাম বাড়ছে সমুদ্রপথ অবরুদ্ধ থাকায়। দাম বাড়ার এ তালিকায় যোগ হচ্ছে বাংলাদেশের আমদানিনির্ভর তেল, সিমেন্ট, গ্যাস, রডসহ প্রায় নিত্য সব পণ্য। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে গত এক মাসে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ডব্লিউটিআই তেলের দাম প্রায় ২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ১১৪ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক মাসে ২২ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল হয় ১২০ ডলারের বেশি। এক বছরে উভয় তেলের দামই ৮৫ শতাংশের বেশি বেড়েছে। গমের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে গত এক বছরে ৭৮ শতাংশের বেশি। বিশ্ববাজারে ২৯ শতাংশ গম, ১৯ শতাংশ ভুট্টা আর ৮০ শতাংশ সূর্যমুখী তেল আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। চিনির দামও বেড়েছে হুহু করে। এ সংকট নিরসনে যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এক কাতারে দাঁড়াতে হবে। আগ্রাসক শক্তিকে রুখতে হবে ঐক্যবদ্ধভাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর