শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

অভিবাদন গাফ্‌ফার চৌধুরী

তাঁর জন্য আমাদের গভীর শোক ও শ্রদ্ধা

প্রথিতযশা সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী গতকাল স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা তিনি। যত দিন বাংলা ভাষা ও বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশ টিকে থাকবে তত দিন অমরতার আবহ ছড়াবে এ গানটি। আবদুল গাফ্ফার চৌধুরী ছিলেন সব্যসাচী লেখক। কলাম লেখক হিসেবেও জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিলেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী। বাংলাদেশের সাংবাদিকতার অঙ্গনে মহিরুহ হিসেবে বিবেচিত এই যশস্বী সাংবাদিকের জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়ার সুবিখ্যাত চৌধুরী পরিবারে। মুক্তবুদ্ধি ও মুক্ত বিবেকের প্রতিবিম্ব হয়ে ওঠা আবদুল গাফ্ফার চৌধুরীর সাংবাদিকতার শুরু দৈনিক ইত্তেফাকে। স্বাধীনতার পর ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানেই স্থায়ী হন। তবে লেখালেখির সূত্রে দেশেও প্রবলভাবে অনুভূত হয়েছে তাঁর উজ্জ্বল উপস্থিতি। বাংলাদেশ প্রতিদিন আলোকবর্তিকা এই সাংবাদিক ও কলাম লেখককে ২০১৬ সালে আজীবন সম্মাননা দান করে। এ পত্রিকার প্রতি অভিভাবকসুলভ মনোভাবও পোষণ করতেন তিনি। সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনেরা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। কালজয়ী এই সাংবাদিক ও কলাম লেখকের মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে বিদায়ী অভিবাদন। দৈহিকভাবে তিনি বিদায় নিলেও তাঁর অনুপ্রেরণাদায়ক মতাদর্শ আমাদের পথচলার আলো হিসেবে ভূমিকা রাখবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর