বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ব্যক্তিত্ব

প্রমথনাথ মিত্র

প্রমথনাথ মিত্র

প্রমথনাথ মিত্র (১৮৫৩-১৯১০)  ব্রিটিশ ভারতে বিপ্লবী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। ১৮৫৩ সালের ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটি গ্রামে তাঁর জন্ম। তিনি পি মিত্র নামেই সমধিক পরিচিত। ১৮৭৫ সালে প্রমথনাথ বিলেত থেকে ব্যারিস্টার হয়ে দেশে প্রত্যাবর্তন করেন। যৌবনে বঙ্কিমচন্দ্রের অনুশীলনতত্ত্বে অনুপ্রাণিত হন। বিলেতে অধ্যয়নকালে আয়ারল্যান্ড ও রাশিয়ার বিপ্লবীদের কথা শুনে তিনি এ ব্যাপারে আরও উদ্দীপিত হন এবং দেশে ফিরে বিপ্লবী দল গঠনের সংকল্প গ্রহণ করেন। সে সময় ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যেসব গুপ্ত সমিতি কাজ করত, তিনি সেগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এভাবে ১৯০২ সালের ২৪ মার্চ তিনি সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত ‘ভারত অনুশীলন সমিতি’র পরিচালক নির্বাচিত হন এবং তাঁর আর্থিক দায়িত্ব গ্রহণ করেন। প্রমথনাথ পরিচালক হয়ে সমিতির নতুন নামকরণ করেন অনুশীলন সমিতি। পরবর্তীকালে শারীরিক শক্তির উন্মেষ, দেশ-বিদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসচর্চা এবং শিক্ষা, সংস্কৃতি ও চরিত্রগঠন ছিল অনুশীলন সমিতির মুখ্য কর্মসূচির অন্তর্ভুক্ত। পি মিত্র বাঙালিদের শারীরিক ব্যায়ামের ওপর জোর দিতেন, কারণ তিনি বিশ্বাস করতেন শরীর-গঠন ছাড়া কোনো বিপ্লবে সফলতা অর্জন করা যায় না। তিনি নিজে সমিতির যুবকদের ইতিহাস শেখাতেন।

১৯০৬ সালে তিনি ‘নিখিল বঙ্গ বৈপ্লবিক সমিতি’ এবং কলকাতায় সুবোধ মল্লিকের বাড়িতে অনুষ্ঠিত ‘নিখিল বঙ্গ বিপ্লবী সম্মেলন’-এর সভাপতির পদ অলংকৃত করেন। পি মিত্র ছিলেন একজন অনন্যসাধারণ বাগ্মী ও ইংরেজি লেখায় পারদর্শী। হাই কোর্টে ব্যারিস্টারি করার পাশাপাশি তিনি বন্ধু সুরেন্দ্রনাথ ব্যানার্জির অনুরোধে রিপন কলেজে অধ্যাপনা করতেন। ১৮৮৩ সালে আদালত অবমাননার দায়ে তৎকালীন সরকার সুরেন্দ্রনাথকে কারাদন্ড দিলে তিনি ৭০০ লোকের এক বাহিনী নিয়ে কারাগার ভেঙে সুরেন্দ্রনাথকে উদ্ধারের পরিকল্পনা নিয়েছিলেন। প্রমথনাথের উল্লেখযোগ্য রচনা ‘যোগী’ (উপন্যাস), তর্কতত্ত্ব, জাতি ও ধর্ম, History of the Intellectual Progress of India প্রভৃতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর