বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
বিচিত্রতা

কুসংস্কার বটে

জাফর খান

মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রপোলজি অ্যান্ড হিস্টোরি জানিয়েছে, মেক্সিকোর পুয়েবলা রাজ্যের পোপোলোকা ধ্বংসাবশেষ খনন করে একটি মন্দির পেয়েছেন তারা। এখান থেকে পাথরে খোদাই করা দুটি মাথা ও একটি ধড় পাওয়া যায় যা ওই দেবতার মূর্তির অংশ বলে তারা মনে করছেন। দেবতাটির নাম ছিল জিপে টোটেক। এ দেবতার সেবকরা পূজার জন্য মানুষ বলি দিত ও তারপর তাদের ছিলে নেওয়া চামড়াটা গায়ে পরত। এতে ফসলের উৎপাদন ও সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বাড়ে বলে তারা মনে করত। পোপোলোকা জাতির মানুষ এ মন্দির তৈরি করে খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ১২৬০ সালের মধ্যে এবং পরে আজটেক সভ্যতা এ মন্দির দখল করে নেয়। প্রাচীন নথি থেকে জানা যায়, গ্ল্যাডিয়েটর ধরনের লড়াইয়ে বা তীর ছুড়ে মানুষ মারা হতো পূজার জন্য। এরপর তাদের দেহের চামড়া ছিলে ফেলা হতো। এ দেবতা ও তার পূজার বিষয়ে অন্যান্য প্রাচীন সভ্যতার নথি রয়েছে। এমনকি আজটেকরাও তার বিষয়ে জানত। তবে পরিপূর্ণ একটি মন্দির পাওয়া গেল এই প্রথম। দেবতার মূর্তিটি এমনভাবে তৈরি যে দেখে মনে হয় সে একটি মানুষের চামড়া গায়ে দিয়ে আছে। এটাই ওই সংস্কৃতির বড় একটি নিদর্শন। প্রাচীন বিশ্বে অন্যতম সমৃদ্ধিশালী এবং একই সঙ্গে ক্ষমতার অধিকারী ছিল কার্থেজের অধিবাসীরা। এর পরও তাদের মধ্যে এমন কিছু অদ্ভুত রীতিনীতি প্রচলিত ছিল যা তৎকালীন অনেকের কাছেই বেশ বর্বর হিসেবে ঠেকত। এর মধ্যে অন্যতম ছিল শিশুবলি। বিশেষজ্ঞদের মতে, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের নিমিত্তই তারা সেসব করত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর