বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডেঙ্গুর থাবা

মশা নিধনে জোর দিন

ডেঙ্গু আক্রান্তের হার ইতোমধ্যে রেকর্ড ছাড়িয়েছে। সোমবার এক দিনে সর্বোচ্চ ৮৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন ভর্তির সংখ্যা ছিল ৮৫৫। আশঙ্কা করা হচ্ছে, ভয়াবহ এ জ্বরে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ; যাদের বৃহত্তর অংশ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪-এ। সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৭ জনের মধ্যে ৫২৩ জন ঢাকা ও ৩৩৪ জন অন্যান্য জেলার বাসিন্দা। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২ হাজার ৯৩৮ জন। সোমবার ডেঙ্গুতে মারা গেছেন দুজন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৯৬ জন। প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু। চাপ বাড়ছে হাসপাতালগুলোয়। বিশেষ করে রাজধানীর সরকারি কোনো হাসপাতালেই ডেঙ্গু রোগীর জন্য বরাদ্দ শয্যা ফাঁকা নেই। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেছেন, তারা চান না ২০১৯ সালের মতো গুরুতর পরিস্থিতি তৈরি হোক। এজন্য হাসপাতালগুলোয় আলাদা ডেঙ্গু ইউনিট চালু করা হবে। পর্যাপ্ত ফ্লুইড সরবরাহের উদ্যোগ ও প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে মশারি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। রোগী যদি মশারি না নিয়ে আসেন তাহলে হাসপাতাল থেকেই ব্যবস্থা করতে হবে। এদিকে রাজধানীতে ডেঙ্গুর আগ্রাসন যখন পাল্লা দিয়ে বাড়ছে, তখন মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে নগরজুড়ে। যেসব এলাকায় গত কয়েক বছর মশার উপদ্রব ছিল নিয়ন্ত্রিত, সেসব এলাকায় মশা হানা দিতে শুরু করেছে আগের যে-কোনো সময়ের চেয়ে কয়েক গুণ আগ্রাসী হয়ে। ডেঙ্গুর আগ্রাসন থামাতে মশা নিধন যেমন জোরদার করতে হবে তেমন এডিস মশার প্রজনন রোধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। এজন্য জনসচেতনতা বাড়াতে হবে। দুই সিটি করপোরেশনের মশা নিধন কর্মকাণ্ড ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না সে বিষয়ে নজরদারি জোরদার করাও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর