শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

উজান থেকে আসা ঢল

নদনদীতে পানি বাড়ছে

ভারী বর্ষণ এবং উজান থেকে আসা ঢলে উত্তরাঞ্চলের নদনদীতে পানি বাড়ছে। বহু এলাকায় পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। ঝড়বৃষ্টিতে দিনাজপুরের বীরগঞ্জে ঘরবাড়ি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে নওগাঁ, টাঙ্গাইল, ঝিনাইদহ, পঞ্চগড় ও সিরাজগঞ্জে সাতজন নিহত হয়েছেন। এদিকে অবিরাম বর্ষণ ও উজানের ঢলে দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জে বাড়ছে নদনদীর পানি। এসব জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লালমনিরহাটে ৪ হাজার ও কুড়িগ্রামে দেড় শতাধিক পরিবার। নদীভাঙন চলছে ২৬টি পয়েন্টে। লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। চরাঞ্চলের ৪ হাজার পরিবার ফের পানিবন্দি হয়ে পড়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সানিয়াজান নদী পার হতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার দালালপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেড়েছে দুধকুমার, ফুলকুমার, ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও সংকোষ নদের পানি। জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জে উজান থেকে আসা ঢলে যমুনা আরও প্রমত্ত হয়ে উঠেছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে পানির তোড়ে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এবার বর্ষা মৌসুম একটু দেরিতে শুরু হলেও এটি দীর্ঘায়িত হতে পারে। বন্যার আশঙ্কাও ইতোমধ্যে দানা বেঁধে উঠেছে জনমনে। উজানে ব্যাপক বৃষ্টিপাতের কারণে দেশের প্রতিটি নদনদীতে পানি বাড়ছে। সিলেট বিভাগের হাওর এলাকার হাওরগুলো ইতোমধ্যে পানিতে পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। বর্ষা মৌসুমে প্রতি বছর দেশে বন্যা আঘাত হানে। এ বছর সে প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সজাগ রাখা হয়েছে প্রশাসনকে। আমরা আশা করব এ প্রস্তুতি আরও জোরদার করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর