বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হাদিসে রসুল (সা.)

আবুল ওয়ালিদ হিশাম ইবনু আবদুল মালেক (রহ.) ও আবু আমর শায়বানী (রহ.) থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.)-এর বাড়ির দিকে ইশারা করে বলেন, এ বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসঊদ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাসঊদ (রা.) আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জিহাদ ফি সাবিলিল্লাহ (আল্লাহর পথে জিহাদ)। ইবনু মাসঊদ (রা.) বলেন, এগুলো তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনই, যদি আমি আরও বেশি জানতে চাইতাম, তাহলে তিনি আরও বলতেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর