সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মডেল মসজিদ

ইসলামী চেতনা সমুন্নত রাখবে

প্রধানমন্ত্রী গতকাল সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে ধর্ম প্রতিমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কক্সবাজার সদর ও খুলনার ফুলতলা মডেল মসজিদ থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দেশের প্রতিটি জেলায় ও উপজেলায়  ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ স্থাপনে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করে সরকার। এর মধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে, ২০২৩ সালের ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে এবং গত ১৭ এপ্রিল চতুর্থ পর্যায়ে ৫০টি করে মোট ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিনও নিয়োগ দেওয়া হয়েছে এবং নামাজ আদায়ও করা হচ্ছে। প্রতিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ৪৩ শতাংশ জমির ওপর তিন ক্যাটাগরিতে নির্মিত হচ্ছে। এর মধ্যে জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে চার তলা, উপজেলা পর্যায়ে তিন তলা এবং উপকূলীয় এলাকায় চার তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। মডেল মসজিদগুলো শান্তির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা মুসল্লিদের মধ্যে প্রচারে ভূমিকা রাখবে। ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের তত্ত্ব প্রচার করে যারা পবিত্র ধর্মের মর্যাদাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করার ক্ষেত্রে মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। স্মর্তব্য, বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে মদ জুয়া নিষিদ্ধ করেন। বেতার টিভিতে কোরআন তেলাওয়াতসহ ধর্মগ্রন্থের বাণী প্রচার শুরু হয় তার নির্দেশনায়। বর্তমান সরকারের আমলে ইসলামী শিক্ষায় নিবেদিতপ্রাণ কওমি মাদরাসাগুলোর শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে। যা ধর্মীয় শিক্ষার শিক্ষার্থীদের এক বড় প্রাপ্তি।

সর্বশেষ খবর