শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর আহ্বান

ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে

প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকারের ৮ হাজার জনপ্রতিনিধিকে আগামী নির্বাচনে মানুষ যেন ভোট দেয় সে পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সরকার দিবসে গণভবনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এ আহ্বান খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। স্থানীয় সরকারের সঙ্গে তৃণমূল পর্যায়ের নাগরিকদের ঘনিষ্ঠ সম্পর্ক একটি প্রথাগত বিষয়। জাতীয় রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলের অভাব নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আগ্রহে ঘাটতি সৃষ্টি করেছে। গত দুটি নির্বাচনে ভোট প্রদানের হার ছিল হতাশাজনক। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবহ থাকায় ভোটদানের হার ছিল সন্তোষজনক। সংসদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রমুখী করার ক্ষেত্রে স্থানীয় সরকার বা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা ব্যাপক প্রচারণা চালাতে পারেন। জাতীয় উন্নয়নের স্বার্থেই যে সংসদ নির্বাচনে ব্যাপক মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে এ বিষয়টি তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেন। প্রধানমন্ত্রী বলেছেন, গত দেড় যুগে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ছিল বলেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। আগামীতে তারা আবারও সুযোগ পেলে প্রতিটি গ্রামকে শহরের মতো গড়ে তোলা হবে। গত দেড় যুগে স্থানীয় সরকারের জন্য যে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে সে ধারা অব্যাহত রাখতে তিনি তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের পাশাপাশি জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আগামী নির্বাচনে ব্যাপক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা প্রশংসার দাবিদার। নির্বাচন হলো জনগণের উৎসব। তা আপন অবয়বে প্রকাশ পায় ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে। আমরা আশা করব স্থানীয় সরকার দিবসে সারা দেশের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে শক্তিশালী করতে অবদান রাখবে। স্থানীয় সরকারের প্রতি সরকারের আগ্রহ জাতীয় উন্নয়নকেও ত্বরান্বিত করবে বলে আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর