রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মানবিক বিপর্যয়

গাজায় হামলা থামান

মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ জনপদ গাজা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত শুক্রবার পর্যন্ত কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হয়েছেন। তাদের ৬০ ভাগই নারী ও শিশু। গাজার মোট জনসংখ্যার শতকরা ১৫ ভাগ অর্থাৎ কমপক্ষে ৩ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বেসামরিক হতাহত এড়াতে হামাসের অবকাঠামো টার্গেট করে হামলা চালানোর দাবি করছে ইসরায়েল। এ দাবিকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। শিফা হাসপাতালের মহাপরিচালক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের কাজ অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়েছে। রোগীরা এখন অবস্থান করছেন রাস্তায়। আহতরাও রাস্তায়। তাদের জন্য একটি বেডের ব্যবস্থা করতে পারছেন না তারা। লাশ বহনকারী ব্যাগ আসছে তো আসছেই। এখন এ হাসপাতাল যেন একটি গোরস্তানে পরিণত হয়েছে। একজন নার্সের ভাষ্য, আবেগপ্রবণ হয়ে পড়েছি। শরীর আর কাজ করছে না। এ পরিস্থিতি আরও কত ভয়াবহ হবে তা নিয়ে চিন্তা-ভাবনা বাদ দিয়েছি। এখন লাশের সারি পার্কিং এলাকায় বিস্তৃত হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলার প্রতিশোধ নিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার পর্যন্ত ৬ হাজার বোমা ছোড়া হয়েছে, আর এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন। ইসরায়েলের এসব বিমান হামলায় প্রতি মুহূর্তে কেঁপে উঠছে গাজা উপত্যকা। শত শত বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত ৯ দিনে গড়িয়েছে। খাদ্য, পানি, বিদ্যুৎহীন অবরুদ্ধ গাজা প্রতি মুহূর্তে কেঁপে উঠছে ইসরায়েলি বিমান হামলায়। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার সৃষ্টি হয়েছে। ইরান ইতোমধ্যে হুমকি দিয়েছে ইসরায়েল গাজায় বোমাবাজি বন্ধ না করলে অন্য মঞ্চে যুদ্ধ শুরু হবে। ইরানের আশীর্বাদপুষ্ট লেবাননের হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত বলে ঘোষণা করেছে। যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার যে হুমকি দেখা দিয়েছে তা রোধের একমাত্র পথ যুদ্ধ বন্ধ করে শুভবুদ্ধির পরিচয় দেওয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর