শিরোনাম
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবারও নাশকতা

ওদের চিহ্নিত করতে হবে

মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে একের পর এক নাশকতার ঘটনা জাতিকে উদ্বিগ্ন করে তুলছে। মঙ্গলবার দুর্বৃত্তরা  গাজীপুরে রেললাইন কেটে রাখায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়। হতাহত হয় অন্তত ১৪ জন। কুয়াশার কারণে ট্রেনটি চলছিল ধীরগতিতে। যে কারণে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। পর দিন দুর্বৃত্তরা নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিসপ্লেট ক্লিপ খুলে রেখে ভয়াবহ দুর্ঘটনা ঘটানোর চেষ্টা চালায়। এলাকাবাসী ফিসপ্লেট ক্লিপ খুলতে থাকা দুর্বৃত্তদের দেখে ফেলায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনযাত্রীরা। বুধবার রাত ১০টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়ার দোলা এলাকায় রেললাইনের লোহালক্কড় খোলার শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা সতর্ক হয়। তারা এগিয়ে গিয়ে দেখতে পায়, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিসপ্লেট পিন খুলে ফেলছে। তারা জোটবদ্ধ হয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে। এ অবস্থায় দৌড়ে পালায় দুর্বৃত্তরা। ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে ৩০০ থেকে ৪০০ লোক উপস্থিত ছিল। তারা সবাই বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় দেড় শতাধিক ট্রেনযাত্রী। এলাকাবাসী জানিয়েছে, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে রাখা বস্তা থেকে ৭২ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার করা হয়। স্মর্তব্য, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি-জামায়াতসহ সমমনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জন করে আন্দোলনে নেমেছে। নির্বাচনে অংশ নেওয়া, না নেওয়া এবং আন্দোলন রাজনৈতিক দল বা জোটের সংবিধানসম্মত অধিকারের পর্যায়ে পড়ে। কিন্তু কোনোভাবেই জ্বালাও-পোড়াও কিংবা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডকে গণতান্ত্রিক অধিকার বলে মেনে নেওয়ার সুযোগ নেই। আন্দোলনকারী দলগুলোর দাবি, অন্তর্ঘাতের সঙ্গে তারা জড়িত নয়। তবে তাদের আন্দোলন কর্মসূচির সুযোগে যেহেতু অন্তর্ঘাত ঘটছে সেহেতু আন্দোলনের আড়ালে কেউ বিভীষণের ভূমিকা পালন করছে কি না সে ব্যাপারে সতর্ক থাকা উচিত।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর