শিরোনাম
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আচরণবিধি ভঙ্গ

নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে

দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো অংশ নিচ্ছে না। এ ধারার বাইরের কিছু দলও নির্বাচনে না থাকার ঘোষণা দিয়েছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ২৮৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বেশির ভাগ আসনে ভোটযুদ্ধ হবে আওয়ামী লীগের নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। যেসব আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে জেতাতে নিজেদের প্রার্থী প্রত্যাহার করেছে শুধু সেসব আসনেই লাঙ্গল প্রতিদ্বন্দ্বিতায় থাকছে স্বতন্ত্র প্রার্থীদের বিপরীতে। বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থী হেভিয়েট হওয়ায় লাঙ্গলের অস্তিত্বও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। নির্বাচনে বহু আসনে নৌকা এবং একই দলের স্বতন্ত্র প্রার্থী থাকায় শক্তি প্রদর্শনের প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে। ময়মনসিংহে নির্বাচনি সহিংসতায় একজন প্রাণ হারিয়েছেন। সারা দেশে বিভিন্ন সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। নির্বাচনি প্রচারে আচরণবিধি অনেকেই মানছেন না। আচরণবিধি লঙ্ঘনকারীদের নোটিস দিয়ে দায় সারছে ইসি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি এলাকায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। নির্বাচনি আচরণবিধি ভাঙায় ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. মাইনুল হোসেন খানকে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি তলব করেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকার প্রার্থীর পোস্টার ছেঁড়ায় স্বতন্ত্র প্রার্থী ও তার কয়েকজন সমর্থককে জরিমানা করা হয়েছে। পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে সশস্ত্র ক্যাডার দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর অফিস ভাঙচুর, পুড়িয়ে দেওয়া, সমর্থক ও কর্মীদের বাসায় গিয়ে প্রকাশ্যে গুলি করা এবং শহরে সশস্ত্র মহড়ার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শ ম রেজাউল করিম। আরও অনেক এলাকায় ঘটেছে নির্বাচনবিধি ভঙ্গের ঘটনা। যা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে শক্ত হতে হবে। প্রশাসনকেও দেখাতে হবে দৃঢ় ভূমিকা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর