শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আসছে রোজা বাড়ছে দাম

মুনাফাখোরদের সামাল দিন

রোজার মাসকে সামনে রেখে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে নানা অজুহাতে। ছোলা, ছোলার ডাল, বেসন ও খেজুরের চাহিদা রোজার মাসে বেড়ে যায় বছরের অন্য সময়ের চেয়ে বহুগুণ। অথচ রোজাকে সামনে রেখে খোলাবাজারে ছোলার দাম বেড়েছে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা। ছোলার ডাল, খেসারি, মুগ ও বেসনের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, এলসি জটিলতাসহ নানা কারণে আমদানি করা এসব পণ্যের দাম বেড়েছে। রাজধানীর রায়েরবাগ, মালিবাগ, যাত্রাবাড়ী বাজারসহ বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রমজান ঘিরে গত এক মাসে ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও প্রতি কেজি ছোলার দাম ছিল ৯০-৯৫ টাকা। ছোলার ডাল কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। খুচরায় খেসারির ডাল প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ৯৫ থেকে ১০০ টাকা। ডালের দাম বাড়ায় বেড়েছে বেসনের দাম। এক মাসের ব্যবধানে সবচেয়ে বেশি দাম বেড়েছে মুগ ডালের। এ পণ্যের দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশে বর্তমানে রেকর্ড দামে চিনি বিক্রি হচ্ছে। খোলা চিনি প্রতি কেজি ১৪৫ ও প্যাকেটজাত ১৪৮ টাকায় বিক্রি হচ্ছে। লাল চিনি ১৬০ থেকে ১৭০ টাকা। এমনিতেই গত দেড় বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যাপকভাবে। রোজার দুই মাস আগে খেজুর, ছোলা, ছোলার ডাল, বেসনের দাম আরেক দফা বৃদ্ধি উদ্বেগজনক। এর ফলে রোজায় ভোগান্তির সম্মুখীন হবেন রোজাদাররা। দেশে সারা বছর যত ছোলা বিক্রি হয় তার সিংহভাগ হয় রোজার মাসে। খেজুরের ব্যবহার রোজায় বেড়ে যায় বহুগুণ। এ বাড়তি চাহিদাকে মনে রেখে ব্যবসায়ীরা নানা অজুহাতে রোজার সময় ইফতারে ব্যবহৃত পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। মুনাফাখোরদের সামাল দিতে নতুন সরকারকে সক্রিয় হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর