শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতি ও লালফিতা

ব্যবসাবাণিজ্যে প্রধান বাধা

বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বিকাশশীল অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে পেছনে পড়া দেশ থেকে ৩৫তম অর্থনীতিতে পরিণত করেছে। এটি মুদ্রার একপিঠ। আলোকিত সেই পিঠের অপর পাশ অন্ধকারে ভরা। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। বলা যায়, দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্য বহু ক্ষেত্রেই অভিন্ন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জরিপে উঠে এসেছে একই তথ্য। গত বছরের এপ্রিল থেকে জুলাই সময়ে ঢাকা, সাভার, গাজীপুরে ৭১ জন ব্যবসায়ীর মতামত নেওয়া হয়েছে জরিপে। এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে প্রধান সমস্যা, প্রায় ৫৫ শতাংশ ব্যবসায়ী অদক্ষ আমলাতন্ত্র ও ৪৬ শতাংশের বেশি ব্যবসায়ী বৈদেশিক মুদ্রার অস্থিতিশীলতার সমস্যাকে চিহ্নিত করেছেন। ৬৬ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন আগামী দুই বছর দেশে জ্বালানি সংকট প্রকট হবে। ৩৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন, জ্বালানির ভর্তুকি তুলে নিলে ব্যবসার খরচ বাড়বে। ৫৮ শতাংশ মনে করেন, ব্যাংক খাতে নজরদারি ও তদারকির অভাব রয়েছে। দেশের কর কাঠামো পরিবেশবান্ধব নয় দাবি করে ৬০ শতাংশ ব্যবসায়ী বলেছেন, এখনো ২৩ শতাংশ কর ফাঁকি হচ্ছে। ৪২ শতাংশ ব্যবসায়ী বড় কোনো পরিবর্তন দেখছেন না। পরিবর্তন দেখেছেন মাত্র ৬ শতাংশ ব্যবসায়ী। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সোনালি সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে তা কাজে লাগানো যাচ্ছে না। অথচ ভিয়েতনাম ব্যবসায় প্রতিযোগিতায় সব ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশ বিশ্বের দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের প্রতিবেশী দেশ। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ হওয়ায় যে হারে বিদেশি বিনিয়োগ আসার কথা ছিল তা আসছে না ঘুষ, দুর্নীতি ও লালফিতার ভয়ে। এ আপদদের ঠেকাতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর