রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’

এমদাদ হোসেন ভূঁইয়া

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’

৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’। দিবসটি গ্রন্থ ও গ্রন্থাগার সুহৃদদের জন্য উৎসবের। ২০১৭ সালের ৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা একটি পরিপত্র জারি করে, যার মর্মার্থ- সরকার ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা করেছে এবং এ তারিখকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসেবে উদ্যাপনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত পরিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/ বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। দেশে একটি গ্রন্থাগার আন্দোলন গড়ে তুলতে সমমনা গ্রন্থাগারগুলোকে সঙ্গে নিয়ে নিরলস কাজ করছে এ সংগঠন। গ্রন্থসুহৃদের নিজস্ব কিছু স্লোগান রয়েছে। যেমন ‘দিনবদলের হাতিয়ার, হয়ে উঠুক গ্রন্থগার’, ‘বই পড়ি, দেশ গড়ি’, ‘বই পাঠ মনের কালিমা দূর করে’ প্রভৃতি। গ্রন্থাগার স্থাপনে আগ্রহীদের পরামর্শ প্রদান ও সাধারণ মানুষকে বইপাঠে উদ্বুদ্ধ করা গ্রন্থসুহৃদের প্রধান কাজ। বেরাইদ গণপাঠাগার মূলত গ্রন্থসুহৃদ সমিতির সহযোগী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বর্তমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডকে (সাবেক বেরাইদ ইউনিয়ন) ‘গ্রন্থপল্লী’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এটি একটি পাইলট প্রকল্প। ২০২৪ সালকে ‘গ্রন্থপল্লী বর্ষ’ ঘোষণা করেছে বেরাইদ গণপাঠাগার। এর মধ্যে রয়েছে (ক) স্কুল, মাদরাসা ও কলেজ (খ) মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা (গ) সভা-সমিতি-সংগঠন (ক্লাব), বাজার, বিপণিবিতান/শপিং মল (ঘ) সেলুন (ঙ) রিকশা-টেম্পো-বাস স্ট্যান্ড, রেলস্টেশনে গ্রন্থাগার প্রতিষ্ঠায় প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা।

                লেখক : সভাপতি, বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও বেরাইদ গণপাঠাগার

সর্বশেষ খবর