রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হজ নিবন্ধন

খরচ কমানোর উদ্যোগ নিন

হজ নিবন্ধনের সময় তিন দফা বাড়িয়েও কোটা পূরণ হয়নি। চতুর্থ দফা সময় বাড়ানো হয়েছে। তার পরও কোটা পূরণ হবে না বলেই মনে হচ্ছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের অনুমতি রয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হজ পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৭৯ হাজার ৮৬৩ হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ আর বেসরকারি ব্যবস্থাপনায় ৭৫ হাজার ৬৯৭ জন। সে অনুযায়ী এখনো ৪৭ হাজার ৩৭৭ জন নিবন্ধন করেননি। চলতি ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য ৫ লাখ ৮৯ হাজার ৮০০ ও ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। দ্বিগুণের বেশি বিমান ভাড়া আর প্যাকেজের অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের নিবন্ধনে ভাটা পড়েছে। হজ এজেন্সিগুলোর অভিমত, প্যাকেজে বাড়ি ভাড়া, বিমান ভাড়া, সৌদি আরবে যাতায়াত খরচ মাত্রাতিরিক্ত ধার্য করা হয়েছে। বিভিন্ন ট্যাক্সও অস্বাভাবিক। বাংলাদেশ বিমান, সাউদিয়া ও নাস এয়ার ছাড়া অন্য কোনো উড়োজাহাজে হজে যাওয়া-আসা করার সুযোগ বন্ধ। চিহ্নিত সিন্ডিকেট হজযাত্রীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য থার্ড ক্যারিয়ারের সুযোগ বন্ধ করেছে। হজ ব্যবস্থাপনা সিন্ডিকেটমুক্ত হলে সর্বনিম্ন প্যাকেজ কোরবানির অর্থসহ ৫ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশে হজ করার স্বপ্ন দেখেন এমন ধার্মিক মানুষের সংখ্যা বিপুল এবং তারা এ উদ্দেশ্যে তিলে তিলে সঞ্চয় করেন। খরচ যুক্তিসংগত পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হলে তাদের জন্য হজ পালন সহজতর হবে। এ বিষয়ে সরকারের সুনজর প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর