বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ওয়ানডে সিরিজ জয়

টাইগারদের অভিনন্দন

ওয়ানডে সিরিজে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশ পায় ৬ উইকেটের ব্যবধানে বড় জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য টাইগাররা হার মানে শ্রীলঙ্কার কাছে। সিরিজ জয়ের ভাগ্য শেষ বা তৃতীয় ম্যাচে গড়ায়। সোমবার সে ম্যাচে ৫৮ বল হাতে রেখেই জয়ী হয় টাইগাররা। হাফসেঞ্চুরি করতে রিশাদ হোসেনের দরকার তখন ২ রান। জিততে দলের প্রয়োজন ৩ রান। বল বাকি ১০ ওভার। খুবই সহজ সমীকরণ। ২ রান নিলেই বাংলাদেশের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়বেন রিশাদ। একই সঙ্গে ২০২১ সালের পর শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয়বার সিরিজ জিতবে বাংলাদেশ। এমন সহজ সমীকরণের ম্যাচে ক্রিজে মুশফিকুর রহিম। ৪১ নম্বর ওভারে মাহিশ থিকশানার প্রথম বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। দ্বিতীয় বলটিও রক্ষণাত্মক মেজাজে খেলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে সীমানা পার হয়ে যায়। ওই বাউন্ডারিতে বাংলাদেশ ৪ উইকেটে জয় পায়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার অর্জিত হয় সিরিজ জয়। স্বভাবতই আফসোসের গন্ডিতে পড়তে হয় রিশাদকে। তার পরও ১৮ বলে ৪৮ রানের যে টর্নেডো ইনিংস খেলেছেন লেগ স্পিনার অলরাউন্ডার, তা অতিমানবীয় বললেও অত্যুক্তি হবে না। দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়তে না পারলেও ম্যাচসেরা হয়েছেন রিশাদ। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত হয়েছেন সিরিজসেরা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই প্রথম বাংলাদেশ সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল। সাহসী অধিনায়ক হিসেবে ইতোমধ্যে তিনি যে পরিচিতি গড়ে তুলেছেন আশা করা যায়, তা আগামীতে আরও ডালপালার বিস্তার ঘটাবে। বাংলাদেশ দলের জয়ে শ্রীলঙ্কার জানিথ লিয়ানাগের ১০১ রানের অপরাজিত ইনিংসও ম্রিয়মাণ হয়ে পড়ে। বাংলাদেশ দলের রিশাদ ব্যাট হাতে যে তান্ডব তোলেন তা দর্শকদের বহুদিন মনে থাকবে। টি-টোয়েন্টিতে সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের উদ্দীপনা নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট মোকাবিলা করবে। শান্ত বাহিনীর সিরিজ জয়ে অভিনন্দন।

সর্বশেষ খবর