বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বায়ুদূষণে শিরোপা

এ লজ্জা থেকে রেহাই পেতে হবে

বায়ুদূষণের অক্টোপাশে বাঁধা পড়েছে বাংলাদেশ। সব দেশকে পেছনে ফেলে দূষণের শীর্ষে ঠাঁই নিয়েছে। বায়ুমানের দিক থেকে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচ দেশের মধ্যে সবার শীর্ষে উঠে আসে বাংলাদেশের নাম। বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা তিনটি দেশের মধ্যে আগে থেকে পাকিস্তান থাকলেও ২০২৩ সালে নতুন করে আফ্রিকার দেশ চাঁদ ও ইরানকে সরিয়ে এ তালিকার শীর্ষস্থান দখল করে বাংলাদেশ ও ভারত। এই তিনটি দেশের বাতাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পরিমাণের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি বস্তুকণা ভেসে বেড়াচ্ছিল বলে নতুন একটি সমীক্ষায় তথ্য উঠে এসেছে। বিশ্বের ১৩৪টি দেশ ও অঞ্চলের ৩০ হাজারের বেশি পর্যবেক্ষণ স্টেশনের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বাতাসে ভেসে বেড়ানো ক্ষুদ্র কণা যা ফুসফুসের ক্ষতি করে সেই পিএম-২.৫ এর গড় ঘনত্ব হিসেবে ১৩৪টি দেশের মধ্যে ২০২৩ সালে শীর্ষে ছিল বাংলাদেশ। সেখানে প্রতি ঘনমিটারে ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রামে পৌঁছেছিল। আর পাকিস্তানে ছিল ৭৩ দশমিক ৭ মাইক্রোগ্রাম। এ ছাড়া পিএম-২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫৪ দশমিক ৪ মাইক্রোগ্রাম নিয়ে তৃতীয় সবচেয়ে খারাপ বায়ুর গুণমান ছিল ভারতের। যদিও এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মান ৫ মাইক্রোগ্রামের বেশি নয়। এর আগে ২০২২ সালে বাংলাদেশ বায়ুদূষণে বিশ্বের মধ্যে পঞ্চম আর ভারত অষ্টম শীর্ষস্থানীয় দেশ ছিল। বায়ুদূষণ মানুষের আয়ু কেড়ে নিচ্ছে। নদনদী, খালবিল ও গাছগাছালির দেশ বাংলাদেশের বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্য দায়ী প্রশাসনের নির্বিকার ভূমিকা। দেশে বায়ুদূষণের প্রধান কারণ যানবাহন, কলকারখানার দূষিত ধোঁয়া। দূষণ রোধে যে সব কারণে বায়ুদূষণ হচ্ছে তা বন্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বায়ুদূষণের লজ্জা থেকে সরে আসতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর