সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফাঁকা হচ্ছে ঢাকা

৭০ লাখ মানুষ ঘরমুখো হচ্ছে ঈদে

এবারের ঈদে রেকর্ডসংখ্যক মানুষ ঢাকা ছাড়ছে। রাজধানীর জনসংখ্যা অর্ধেকের নিচে চলে এসেছে ইতোমধ্যে। ঈদের আগের দিন পর্যন্ত রাজধানী ছাড়বে আরও কয়েক লাখ মানুষ। একই চিত্র শিল্পনগরী গাজীপুর ও নারায়ণগঞ্জের। শবেকদর, ঈদ ও পয়লা বৈশাখ মিলিয়ে এবার ঈদের ছটি ৬-৭ দিনের। ফলে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। প্রতিদিন ঢাকা ছাড়ছে নগরবাসী। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। প্রতিবার বাসে ঈদযাত্রায় ভোগান্তির খবর পাওয়া গেলেও এবার তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফেরার সুযোগ মিলছে। ঈদে যান চলাচল বাড়লেও যানজটের বড় কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতেও তেমন দুর্ভোগ হয়নি। তবে গত দুই দিনে ট্রেন কিছু বিলম্বে ছেড়েছে। রেলপথে ঈদযাত্রার প্রথম তিন দিন ঘরমুখো মানুষকে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। বেশির ভাগ ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে। তবে শনি ও রবিবারের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। রেল কর্মকর্তাদের ভাষ্য, ইঞ্জিন সংকটে কয়েকটি ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। যাত্রীর চাপ বেড়েছে মহাখালীর বাস কাউন্টারগুলোতেও। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা, ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন জেলার বাস যাওয়া-আসা করে ওই বাসস্ট্যান্ড থেকে। টিকিটের অতিরিক্ত ভাড়া ঠেকাতে এবার কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রতিটি কাউন্টারের সামনে নির্ধারিত ভাড়ার নোটিস টাঙানো হয়েছে। কোনো কাউন্টার অতিরিক্ত ভাড়া নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে। যানজট এবং ট্রেন-বাসের টিকিট কালোবাজারি রোধে এ বছর কর্তৃপক্ষ বেশ সফলতার পরিচয় দিয়েছে। সদিচ্ছা থাকলে যে জনভোগান্তি কমানো যায় তা প্রমাণিত হয়েছে। ঈদে রাজধানীর অন্তত ৭০ লাখ মানুষ ঢাকা ছাড়ছে। তাদের ফিরে আসার আগ পর্যন্ত রাজধানীর নিরাপত্তায় বাড়তি নজর রাখা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর