শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

সবজির বাজার

কাঁচা মরিচে ডাবল সেঞ্চুরি

নিত্যপণ্যের অধিমূল্যের আগুনে দুই বছর ধরে দাহ হচ্ছে দেশের সীমিত আয়ের মানুষ। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রিমালের তাণ্ডব। দেড় দিন ধরে চলা এ তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি সবজিসহ নানা ফসল। এমন কোনো সবজি নেই যার দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। সবজির বাজার নিয়ন্ত্রণে আলু মুখ্য ভূমিকা পালন করে। সে আলুর দাম এ বছর শুরু থেকেই দ্বিগুণের বেশি। ফলে ঘূর্ণিঝড় রিমাল এবং একটানা ভারী বৃষ্টিপাতে সবজির খেত তছনছ কিংবা ডুবে যাওয়ায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা থেকে রেহাই পাওয়া দায় হয়ে পড়েছে। সবচেয়ে দাম বেড়েছে কাঁচা মরিচের। টানা দাবদাহে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা মরিচের চাষাবাদ। এর দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। রাজধানীর কোথাও ২০০ টাকার নিচে মিলছে না কাঁচা মরিচ। গত তিন সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম ক্রমাগত বাড়ছে। বছরের এ সময়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহে এমনিতেই কিছুটা ঘাটতি থাকে। গত বছর কোরবানির সময় কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণ করতে আমদানির অনুমতি দিয়েছিল সরকার। এ বছরও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে ঘূর্ণিঝড়ের আগে। ঘূর্ণিঝড়ে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ব্যাপক ক্ষতি হওয়ায় আমদানি করে চাহিদা মেটানো অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। কাঁচা মরিচ ও সবজির দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তারা যথাসম্ভব কম পণ্য কেনার চেষ্টা করছেন। ঘূর্ণিঝড় রিমালের পর প্রতিটি সবজির দাম বেড়েছে গড়ে দ্বিগুণ। কাকরোলের দামে সেঞ্চুরি অর্থাৎ প্রতি কেজি ১০০ টাকা। শসা, পটোল, ঝিঙা, বেগুন, ঢ্যাঁড়শ, কচুর লতি, বরবটি, করলা সব কিছুর দাম এক সপ্তাহে আগের চেয়ে দ্বিগুণ। এ অবস্থা ঠেকানোর একমাত্র উপায় কৃষি পুনর্বাসন। এ ব্যাপারে সরকার কৃষকের পাশে দাঁড়াবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর