বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

শিক্ষা সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় 'ঘ' ইউনিট, দুপুর ১টায় 'গ' ইউনিট এবং বিকাল ৪টায় 'ক' ও 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.barisaluniv.edu.bd

নোবিপ্রবিতে আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর। ওইদিন রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এদিকে, ভর্তি পরীক্ষার সময় ও তারিখ অপরিবর্তিত রয়েছে। সূচি অনুযায়ী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে 'এ' গ্রুপের পরীক্ষা, বিকাল ৩টা থেকে 'সি' গ্রুপের পরীক্ষা, ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে 'বি' গ্রুপের পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে 'ডি' গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.nstu.edu.bd

কর্মমুখী শিক্ষার গুরুত্বই

এখন বেশি

সময়টা এখন কোনো বিষয়ে বিশেষজ্ঞ দক্ষতার। শুধু কাগজে সার্টিফিকেট দিয়ে চাকরি মিলানো এখন বড় কঠিন হয়ে পড়েছে। তাই তীব্র প্রতিযোগিতামূলক কর্মের বাজারে টিকে থাকতে দরকার আত্দকর্মসংস্থান উপযোগী শিক্ষার। এমনই নানা বিষয় যেমন হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ-এঙ্। এগুলোর ওপর এক বছর মেয়াদি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে ঢাকার লেকসার্কাস কলাবাগানস্থ ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে [ডিআইআইটি]। সকাল, বিকাল ও সন্ধ্যা - এ তিন শিফটে উক্ত প্রোগ্রামগুলোয় অংশ নেওয়া যায়। বিস্তারিত ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে জানা যাবে। এ ছাড়া রয়েছে বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট কোর্স। প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে ইন্টার্নশিপ ও বৃত্তির সুযোগ।

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ৪০৯ জন। এদের মধ্য থেকে ৬৭০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.bsmrstu.edu.bd

- শিক্ষা ডেস্ক

সর্বশেষ খবর