মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
বাংলা দ্বিতীয়পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ফারুক আহম্মদ, সিনিয়র প্রভাষক
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বহুনির্বাচনি প্রশ্ন

১. মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতক-গুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে কী বলে?

ক. ব্যাকরণ খ. ধ্বনি গ. শব্দ ঘ.ভাষা

২. অর্থপূর্ণ ধ্বনিই হলো-

ক. ভাষার গুরু খ. ভাষার তাৎপর্য গ. ভাষার প্রাণ ঘ. কতকগুলো শব্দ

৩. মনের ভাব প্রকাশের জন্য, বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দসমষ্টিকে ভাষা বলে- উক্তিটি কার?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাাহ

খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

গ. প্রমথ চৌধুরী ঘ. ড. আনিসুল হক

৪. কিসেরভেদে ভাষার রূপ দেখা যায়?

ক. স্থান, কাল ও সমাজভেদে

খ. কবিতা ও গানেরভেদে

গ. জায়গাভেদে ঘ. সময়ভেদে

৫ ধ্বনি সৃষ্টি হয় কার সাহায্যে?

ক. বর্ণের সাহায্যে খ. শব্দের সাহায্যে গ. পদের সাহায্যে ঘ. বাগযন্ত্রের সাহায্যে

৬. মানুষের গলনালি, দাঁত, মুখবি্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাসিকা ইত্যাদির সহযোগ হলো-

ক. বর্ণ খ. শব্দ গ. পদ ঘ. বাগযন্ত্র

৭. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?

ক. শব্দ খ. পদ গ. বাক্য ঘ. বাগধারা

৮. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?

ক. শব্দ খ. পদ গ. বাক্য ঘ. বাগধারা

৯. ফ্রান্সের মানুষের ভাষা কোনটি?

ক. হিন্দি খ. ফরাসি গ. বাংলা ঘ.ইংরেজি

১০. চীনের মানুষের ভাষার নাম কী?

ক. হিব্র খ. ফরাসি গ. ম্যান্ডারিন ঘ. ইংরেজি

১১. গারো জনগোষ্ঠীরা কোন ভাষায় কথা বলে?

ক. উর্দু ভাষায় খ. আচিক ভাষায়

গ. চাকমা ভাষায় ঘ. ম্যান্ডারিন ভাষায়

১২. ভাষাকে কীসের সাথে তুলনা করা হয়?

ক. প্রবাহমান নদীর সাথে

খ. স্রোতের সাথে গ. হাঁটার সাথে ঘ. বলার সাথে

১৩. পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে?

ক. আড়াই হাজার খ. সাড়ে তিন হাজার

গ. প্রায় চার হাজার ঘ. সাড়ে চার হাজার

১৪. জন্মলগ্ন থেকে মানুষ মায়ের কাছ থেকে যে ভাষা শেখে সে ভাষার নাম কী?

ক. মাতৃভাষা খ. ফরাসি গ. বাংলা ঘ. ইংরেজি

১৫. বাংলাদেশ ছাড়া ভারতের কোন কোন রাজ্যে বাংলা ভাষা প্রচলিত আছে?

ক. পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা

খ. পেনাং, কাটমুন্ডু, ইসলামাবাদ

গ. দিলি্ল, ত্রিপুরা, হায়দ্রাবাদ ঘ. অরুনাচল, রাজ্যস্থান

১৬. মায়ানমারের কোন রাজ্যে বাংলা ভাষা চালু আছে?

ক. রাখাইন খ. বিহার গ. ঝাড়খণ্ড ঘ. মালে

১৭. পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা?

ক. প্রায় বিশ কোটি খ. প্রায় পঁচিশ কোটি

গ. প্রায় ত্রিশ কোটি ঘ. প্রায় চলি্লশ কোটি

১৮. মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত?

ক. দ্বিতীয় খ. তৃতীয়

গ. চতুর্থ ঘ. পঞ্চম

১৯. বাঙালি জাতির মাতৃভাষা কোনটি?

ক. হিন্দি খ. ইংরেজি

গ. আরবি ঘ. বাংলা

২০. ইংল্যান্ডের ভাষা কোনটি?

ক. হিন্দি খ. ইংরেজি

গ. আরবি ঘ. বাংলা

 

উত্তরমালা: ১. ঘ ২. গ ৩.খ ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.খ ১০.গ ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.ঘ ২০.খ।

 

 

সর্বশেষ খবর