মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

[পূর্ব প্রকাশের পর]

১১. জীবনতরী ভাসমান হাসপাতালে কোন ধরনের লোকদের চিকিৎসা সেবা দেওয়া হয়?

ক. শিশু খ. প্রতিবন্ধীদের

গ. পূর্ণবয়স্কদের ঘ. দরিদ্রদের

১২. নৃ-তাত্তি্বক জাদুঘর কোথায়?

ক. আগ্রাবাদ খ. রাজশাহী

গ. সেগুনবাগিচা ঘ. ময়মনসিংহ

১৩. সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

ক. সমতট খ. হরিকেল গ. পুণ্ড্র ঘ. রাঢ়।

১৪. সংসপ্তকের স্থপতি কে?

ক. হামিদুজ্জামান খান

খ. নিতুন কুণ্ডু

গ. শামীম সিকদার

ঘ. মৃণাল হক

১৫. শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি জাহানারা ইমাম কবে উদ্বোধন করেন?

ক. ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি

খ. ১৯৮৮ সালের ২৫ মার্চ

গ. ১৯৭৯ সালের ২৫ মার্চ

ঘ. ১৯৭৩ সালের ২৫ মার্চ।

১৬. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম 'বিজয় কেতন'। এর মূল ফটকে অবস্থিত ভাস্কর্যে কতজন মুক্তিযোদ্ধার মূর্তি রয়েছে?

ক. ৭ জন খ. ৮ জন

গ. ১০ জন ঘ. ১১ জন

১৭. 'স্মৃতি অম্লান' মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. মোস্তফা পারুন কুদ্দুস হিলি

খ. রাজিউদ্দিন আহমদ

গ. তানভীর করিম

ঘ. শামীম শিকদার

১৮. ৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

ক. ইসলামী বিশ্ববিদ্যালয়

খ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গ. চাঁদপুর

ঘ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

১৯. ইতিহাস খ্যাত 'মসলিন' এর একটি ছোট টুকরো এখনো সংরক্ষিত আছে?

ক. মুক্তিযুদ্ধ জাদুঘরে

খ. বরেন্দ্র জাদুঘরে

গ. লালবাগ দুর্গে

ঘ. জাতীয় জাদুঘরে

২০. বরকত একজন শহীদ ছাড়া আর কী?

ক. ধান খ. গম

গ. সরিষা ঘ. তুলা

২১. সবুজ কী?

ক. উন্নতজাতের মরিচ

খ. উন্নতজাতের পুঁইশাক

গ. উন্নতজাতের টমেটো

ঘ. উন্নতজাতের আলু

২২. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?

ক. হুসেন শাহ

খ. বখতিয়ার খলজি

গ. শামসুদ্দিন ইলিয়াস শাহ

ঘ. মুহম্মদ বিন কাসিম

২৩. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক. ঈশ্বরদী

খ. চাঁপাইনবাবগঞ্জ

গ. শ্রীমঙ্গল ঘ. দিনাজপুর

২৪. টিপরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

ক. খাগড়াছড়ি খ. সিলেট

গ. কুমিল্লা ঘ. ফেনী

২৫. 'আমার সোনার বাংলা' গানটির সুরকার-

ক. আলতাফ মাহমুদ

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. আবদুল গাফ্ফার চৌধুরী

ঘ. কাজী নজরুল ইসলাম

২৬. 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গানটি রচনার প্রেক্ষাপট কী ছিল?

ক. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রচিত

খ. বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত

গ. অসহযোগ চলাকালে রচিত

ঘ. কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গাকালে রচিত

২৭. বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?

ক. শাহবাগ খ. সেগুনবাগিচা

গ. গুলিস্তান ঘ. আগারগাঁও

২৮. চেক প্রধানত কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার।

২৯. ডেবিট কার্ড প্রদান করে?

ক. স্টক এক্সচেঞ্জ খ. এ্যাম্বাসি

গ. এনবিআর ঘ. ব্যাংক

৩০. বাংলাদেশ ব্যাংকের পূর্বনাম কী?

ক. National Bank of Pakistan

খ.  Federal Bank of Pakistan

গ. Reserve Bank of Pakistan

ঘ. State Bank of Pakistan

উত্তরমালা : ১১.খ ১২.ক ১৩.খ।১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.খ ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ঘ ৩০.ঘ। -শিক্ষা ডেস্ক

 

সর্বশেষ খবর