মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

এক নজরে

১. শ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায়?

উত্তর : মেডুলা অব লংগাটায়।

২. ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পাদন করে কোন প্রাণী?

উত্তর : কেঁচো।

৩. মাছ শ্বাসকার্য পরিচালনা করে কিভাবে?

উত্তর : ফুলকার সাহায্যে

৪. ব্যাঙ শ্বাসকার্য পরিচালনা কারে কিভাবে?

উত্তর : ফুসফুসের সাহায্যে (ব্যাঙ্গাচি অবস্থায় ফুলকার সাহায্যে নেয়)।

৫. বৃক্কের প্রধান কাজ কোনটি?

উত্তর : শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেওয়া।

৬. একজন পূর্ণ বয়স্ক মানুষ প্রতিদিন কি পরিমাণ মূত্রত্যাগ করে?

উত্তর : ১৫০০ মি.লি.

৭. হীরকের ভিতরে আলোক রশ্মির কি ঘটে?

উত্তর : পূণঃ পূণঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।

৮. কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়?

উত্তর : বৃহত্তর বরিশাল জেলা

৯. প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কতভাগে ভাগ করা যায়?

উত্তর : ৫ ভাগে

১০. বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?

উত্তর : পরিকল্পনা কমিশন

১১. বাংলাদেশে ই.পি.জেড নেই-

উত্তর : রাজশাহীতে

১২. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?

উত্তর : বেক্সিমকো ফার্মা

১৩. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?

উত্তর : যমুনা সার কারখানা, জামালপুর।

 

সর্বশেষ খবর