সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা

জেনে নিন

১. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী 'নাফ' নদীর দৈর্ঘ্য কত?

উত্তর : ৫৬ কিমি

২. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে?

উত্তর : আত্রাই

৩. বাংলা আদি অধিবাসীরা কোন ভাষাভাষী ছিল?

উত্তর : অস্ট্রিক

৪. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন?

উত্তর : ব্যাবিলন

৬. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন-

উত্তর : শশাঙ্ক

৭. প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন-

উত্তর : মুহাম্মদ-বিন-কাশিম

৮. বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়

উত্তর : ত্রয়োদশ শতাব্দী

৯. আওয়ামী লীগের ঐতিহাসিক 'ছয় দফা'র প্রথম দফা-

উত্তর : প্রাদেশিক স্বায়ত্তশাসন

১০. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এই খাদ্য

আমাদের দেশে আনা হয়েছিল-

উত্তর : ইউরোপের হল্যান্ড থেকে

১১. কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়?

উত্তর : বৃহত্তর বরিশাল জেলা।

১২. বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?

উত্তর : কুমিল্লা ও নোয়াখালী

১৩. প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কতভাগে ভাগ করা যায়?

উত্তর : ৫ ভাগে

১৪. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?

উত্তর : যমুনা সার কারখানা, জামালপুর

১৫. বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্টিত হয়?

উত্তর : ১৯৭৪

১৬. বাংলাদেশে White gold নামে পরিচিত কোনটি

উত্তর : চিংড়ি

১৭. বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?

উত্তর : ১৭নং ধারা

১৮. বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার

জন্য প্রার্থীর বয়স ন্যূনতম কত হওয়া দরকার?

উত্তর : পঁচিশ বছর

-শিক্ষা ডেস্ক

 

 

সর্বশেষ খবর