বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

৩৫তম বিসিএস লিখিত সাজেশন : বাংলা

বাংলা প্রথমপত্র

[পূর্ব প্রকাশের পর]

৬৫. "'নীলদর্পণ' নাটকের সাহিত্যিক মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি।"-মন্তব্যটির পক্ষে লিখুন।

৬৬. দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটকগুলোর সংক্ষিপ্ত পরিচয় দিন।

৬৭. মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? কেন?/ "বেগম রোকেয়াই বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখক"- কথাটি বুঝিয়ে দিন।

৬৮. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত?

৬৯. 'সুলতানার স্বপ্ন' কী ধরনের রচনা?

৭০. 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের মূল উপজীব্য বিষয় কী?

৭১. জসীম উদ্দীনের কাব্যে পল্লী প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে তার বর্ণনা দিন।/"জসীম উদ্দীনের কবিতার বিষয় কেবলই গ্রাম।"-কেন?

৭২. জসীম উদ্দীনের 'সোজন বাদিয়ার ঘাট' কাব্যের প্রধান চরিত্রগুলোর নাম লিখুন।

৭৩. জসীম উদ্দীনের 'নকশী কাঁথার মাঠ' কাব্যের সংক্ষিপ্ত পরিচয় প্রদান করুন।

৭৪. ফররুখ আহমদের কবিতার মূল প্রতিপাদ্য কী? বাংলা সাহিত্যে তাঁর অবদান মূলায়ন করুন।

৭৫. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম মহাকবি কে? তাঁর মহাকাব্যটির পরিচয় দিন।

৭৬. নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়?

৭৭. নজরুল সাহিত্যে প্রেম সম্পর্কে সংক্ষিপ্ত্ত পরিচয় দিন।

৭৮. নজরুল ইসলামের সাম্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় প্রদান করুন।

৭৯. প্রমথ চৌধুরীকে কেন বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়?

৮০. বাংলা সাহিত্যে 'বীরবল' ছদ্মনামে পরিচিত কে? তাঁর পরিচয় প্রদান করুন।

৮১. জীবনানন্দ দাশের কবিতার বিষয়বস্তু বা শিল্পমূল্য নির্ণয় করুন।

৮২. কবি শামসুর রাহমানের কবিতার কিভাবে দেশপ্রেম ফুটে উঠেছে? তার ব্যাখ্যা দিন।

৮৩. কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগুলোর নাম লিখুন।

৮৪. বাংলা সাহিত্যে বেগম সুফিয়া কামালের অবদান মূল্যায়ন করুন।

৮৫. আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যোচিত উপন্যাস কোনটি?

৮৬. বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান মূল্যায়ন করুন।

৮৭. মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দিন।

৮৮. সনেট কী? সনেটের বৈশিষ্ট্য কী?

৮৯. পঞ্চপান্ডব করা? কেন?

৯০. কল্লোল যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে?

৯১. অ্যাবসার্ড নাটক কী? কয়েকজন অ্যাবসার্ড নাট্যকারের নাম লিখুন।

৯২. ছন্দ কাকে বলে? বাংলা কবিতার ছন্দ কয়টি ও কী কী?

৯৩. অলংকার কাকে বলে? অলংকার কয়টি ও কী কী?

৯৪. রুবাই কী? এ সম্পর্কে লিখুন।

৯৫. রস কাকে বলে? বাংলা সাহিত্যে রস কয়টি ও কী কী?

৯৬. 'দিগদর্শন' পত্রিকাটির পরিচয় দিন।

৯৭. 'কল্লোল' পত্রিকাটি সম্পর্কে লিখুন।

৯৮. 'সবুজ পত্র' পত্রিকাটি সম্পর্কে লিখুন। [চলবে]

 

সর্বশেষ খবর