বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

জেনে নিন

১. 'বড় গোয়ালিয়া' মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : দাউদকান্দির নিকট বড় গোয়ালিয়ায় অবস্থিত।

২. খানজাহান আলীর ষাটগম্বুজ মসজিদের কয়টি গম্বুজ আছে?

উত্তর : ৮১টি।

৩. আন্দরকিল্লা জামে মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : চট্টগ্রামে।

৪. আন্দরকিল্লা মসজিদ কার আমলে নির্মিত?

উত্তর : শায়েস্তা খাঁর আমলে।

৫. কদম মোবারক মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : চট্টগ্রামে।

৬. শাহসুজা বড় কাটরা নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে?

উত্তর : ১৬৪৪ খ্রিস্টাব্দে।

৭. ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর : শায়েস্তা খাঁর আমলে।

৮. ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর : ১৬৬৩ খ্রিস্টাব্দে।

৯. তারা মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : ঢাকার আর্মানিটোলায়।

-শিক্ষা ডেস্ক

সর্বশেষ খবর