রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দশম শ্রেণির পড়াশোনা

সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী, সাবেক শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

(পূর্ব প্রকাশের পর)

 

১৯.         কোন খাদ্যে পর‌্যাপ্ত আমিষ নাই?

                ক. মসুর ডাল        খ. আনারস          

                গ. দুধ                     ঘ. মাংস

২০.         স্টার্চ এর প্রধান উৎস-

                i. ধান             ii. গম           iii. ভুট্টা

                নিচের কোনটি সঠিক?

                ক. I ও ii                খ. ii ও iii    

                গ. i ও iii               ঘ. i, ii ও  iii

২১.          পানি নিষ্কাশনের সুবিধার জন্য কনক্রিটের বদলে নিচের কোন পদার্থটি ব্যবহার করা যায়?

                ক. গ্রাভেল (Gravel)           

                খ. স্যান্ডস্টন  (Sandstone)

                গ. লোহা                  ঘ. কোয়ার্টজ (Qvartz)

২২.          নিচের কোনটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট নয়?

                ক. বৃষ্টিপাত           খ. প্রাকৃতিক দুর্যোগ

                গ. মিঠাপানিতে লবণাক্ততা                

                ঘ. এসিড বৃষ্টি

২৩.         নিচের কোন পানির উৎস হুমকি নয়?

                ক. পরিকল্পিত নগরায়ন     

                খ. নদীভাঙন

                গ. নদীর গতি পরিবর্তন     

                ঘ. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

২৪.          কোন তন্তু দ্বারা তৈরিকৃত পোশাক গায়ে দিলে গরম বোধ হয়?

                ক. রেশম   খ. পশম   গ. সুতা     ঘ. রেয়ন

২৫.         প্লাস্টিক শব্দের অর্থ কী?

                ক. অনেক              খ. স্থিতিস্থাপক

                গ. সহজে ছাঁচযোগ্য ঘ. তাপসংবেদী

২৬.         পাতা ছাড়ানো পাটগাছ কতদিন পানিতে পচানো হয়?

                ক. ৫-১০ দিন        খ. ১০-১২ দিন    

                গ. ১০-১৫ দিন      ঘ. ১৫-২০ দিন

২৭.          কিশমিশ, খেজুর পেঁপে-

                র. এক ধরনের ফলমূল রর. অম্লধর্মী   ররর. এসিডিটি কমাতে সাহায্য করে

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii   খ. ii   গ. ii ও iii     ঘ. i ও iii

২৮.        পালং শাক, পুঁইশাক-

                i. ক্ষারীয় ধর্মীয়    

                ii. এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে

                iii. এসিডিটি কমাতে সাহায্য করে।   

                নিচের কোনটি সঠিক?

                ক. i         খ. ii     

                গ. i ও ii                   ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১৯.খ ২০.ঘ ২১.ক ২২ঘ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.ঘ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর