রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.            ‘বড় গোয়ালিয়া’ মসজিদ কোথায় অবস্থিত?

                উত্তর : দাউদকান্দির নিকট বড় গোয়ালিয়ায় অবস্থিত।

২.            খানজাহান আলীর ষাটগম্বুজ মসজিদের কয়টি গম্বুজ আছে?

                উত্তর : ৮১টি।

৩.           আন্দরকিল্লা জামে মসজিদ কোথায় অবস্থিত?

                উত্তর : চট্টগ্রামে।

৪.            আন্দরকিল্লা মসজিদ কার আমলে নির্মিত?

                উত্তর : শায়েস্তা খাঁর আমলে।

৫.            কদম মোবারক মসজিদ কোথায় অবস্থিত?

                উত্তর : চট্টগ্রামে।

৬.           শাহসুজা বড় কাটরা নির্মাণ করেন কত খ্রিস্টাব্দে?

                উত্তর : ১৬৪৪ খ্রিস্টাব্দে।

৭.            ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?

                উত্তর : শায়েস্তা খাঁর আমলে।

৮.           ছোট কাটরা নির্মিত হয় কত খ্রিস্টাব্দে?

                উত্তর : ১৬৬৩ খ্রিস্টাব্দে।

৯.            তারা মসজিদ কোথায় অবস্থিত?

                উত্তর : ঢাকার আর্মানিটোলায়।

১০.         ধানমণ্ডির ঈদগাহ স্থাপন করা হয় কোন খ্রিস্টাব্দে?

                উত্তর : ১৬৪০ খ্রিস্টাব্দে।

১১. বিবি মরিয়মের মসজিদ কোথায় অবস্থিত?

                উত্তর : নারায়ণগঞ্জে।

১২.          ইবনে বতুতা কখন বাংলা পরিদর্শনে আসেন?

                উত্তর : ১৩৪৫ খ্রিস্টাব্দে।

 

ক্যাডেট ভর্তি পরীক্ষা প্রস্তুতি

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাফল্য পেতে দরকার দৃঢ় অধ্যবসায়, যথাযথ প্রস্তুতি ও সঠিক গাইডলাইন। তাই সাফল্য পেতে সঠিক গাইডলাইন জরুরি। এ লক্ষ্যে কোচিং গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এক্ষেত্রে দেশসেরা প্রতিষ্ঠান ঢাকার উত্তরাস্থ শহীদ ক্যাডেট একাডেমি। প্রতিষ্ঠানটিতে চলতি সেশনের পাশাপাশি ২০১৭ ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি কার্যক্রম চলছে। আরও জানতে ০১৭১৪৩৫৯৬৯২। উল্লেখ্য, প্রতি বছর সাধারণত জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর