রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

বাংলা/সাধারণ জ্ঞান

শেখ শামীম আহমেদ, পরিচালক শহীদ ক্যাডেট একাডেমি, উত্তরা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

বাংলা

সত্য / মিথ্যা নির্নয় করঃ

১.   মেঘে বৃষ্টি হয়। এখানে মেঘে অধিকরন কারক।------------

২.   শামসুর রহমান পেশায় সাংবাদিক ছিলেন।------------

৩.   অমাবস্যার চাঁদ ও ডুমুরের ফুল। বাগধারা দুটি সমার্থক। ---------

৪.   পাখিদের সভা সকালে ভাঙ্গল।----

৫.   ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শহিদ মিনার নির্মাণ করে।---------

সঠিক উত্তরে টিক চিহ্ন দাও :

৬.   কোনটি সঠিক নয়?

     ক. চতুস্পদ   খ. পিপীলিকা  গ. বিদ্বান    ঘ. শারীরিক

৭.   কোনটির কোন পরিবর্তন হয়না?

     ক.  ক্রিয়া  খ. অব্যয়   গ. সর্বনাম  ঘ. সব্যয়

৮.   সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?

     ক. অবোধ্য   খ. দুর্বোধ্য  

     গ. গুরুগম্ভীর  ঘ. কৃত্রিম

৯.   অতঃপর এর সঠিক উচ্চারণ কোনটি?

     ক. অতপর    খ. ওতপর   

     গ. অতোপপর ঘ. অতোপর

১০. নিচের কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত?

     ক. এক পয়সার বাঁশি 

     খ. পুতুলের মিউজিয়াম

     গ. পিলে পটকা ঘ. ইতল বিতল

১১.  নিচের কোনটি পানির প্রতিশব্দ?

     ক. নির   খ. নীড়   গ. নিন     ঘ. নীর

১২. কোনটি তারিখ বাচক শব্দ?

     ক. বিশে   খ. বিশ  গ. বিংশ    ঘ. কড়ি

১৩.  ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ হয় কোন কালের উদাহরন?

     ক. সাধারণ বর্তমান   খ. ঐতিহাসিক বর্তমান গ. সাধারত অতীত   ঘ. সাধারন ভবিষ্যত

১৪. হুমায়ুন আজাদ কোথায় মৃত্যু বরন করেন?

     ক. ভুটান    খ. জার্মানি  

     গ. ভারত    ঘ. বাংলাদেশ

১৫. কোন শব্দে ব্যবহূত হয়?

     ক. তত্সম শব্দে     খ. তদ্ভব শব্দে গ. অর্ধতত্সম শব্দে   ঘ. বিদেশী শব্দে

১৬.  সাদা মেঘে কী জমা হয়?

     ক. পানি     খ. বায়ু           গ. জলী বাষ্প ঘ. গ্যাস

১৭.  শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন?

     ক. ২০০২ সালে     খ. ২০০৪ সালে     গ. ২০০৬ সালে     ঘ. ২০০৮ সালে

১৮.  কোন মাছ ভাল খাবারের তালিকায় পড়ে?

     ক. রুই  খ. কাতলা  গ. মৃগেল   ঘ. মৌরলা

১৯.  নিচের কোনটি বর্নহীন?

     ক. আলো    খ. মাটি  গ. আকাশ   ঘ. গ্যাস

২০. নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে ভাষন দেন কে?

     ক. মোহাম্মদ আলী জিন্নাহ   

     খ. খাজা নাজিমউদ্দিন 

     গ. আবুল হাসিম     ঘ. আতাউর রহমান

     এক কথায় উত্তর দাওঃ

২১.  মেধাবী শব্দের স্ত্রীলিঙ্গ কি বলে?-------

২২. পালকির মত ছোট বাহনকে কি বলে?----

২৩. জঙ্গম এর বিপরীত শব্দ লিখ।-------

২৪. Don`t build castle in the air ধরত্ অনুবাদ কর।---------

২৫.  Don`t spend above your means- অনুবাদ কর।

২৬.  রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?---------

২৭.  দীপ ও ধূপ গ্রন্থটি কার লেখা?--------

২৮.  কোন পদে বিভক্তি যুক্ত হয় না?--------

২৯.  বুড়োর কয়জন ছেলেকে মিলিটারিরা গুলি করেছিল?------

৩০.  এজলাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে?-

৩১.  একটি শীতের সকাল সম্পর্কে ১০ টি বাক্য লিখ।    ৫

৩২. ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বেশি। এর পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দিয়ে অনুচ্ছেদ লিখ।

সাধারণ জ্ঞান

Put a tick  beside the correct answer (110)

1.   In which year was the Barisal cadet college established?

     a. 1981  b. 1892  c. 1983  d. 1984

2.   How many persons were awarded Bir Bikram totle for their remarkable contributions to our liberation war?

     a. 170  b. 175     c. 171 d. 179

3.   In which year did the great liberation war take place? In-

     a. 1947 b. 1957 c. 1966    d. 1971

4. Which one is used to enter/send pictures into computer?

     a. Printer b. Monitor c Key-board    d. Scannar

5. Where is the fish museum of Bangladesh situated?

     a. Sylhet Agriculture University     b. Dhaka University

     c. Ser-e Bangla Agriculture University    

     d. Bangladesh Agriculture University, Mymensing.

6.   On which river does Mahasthangarh stand?

     a. The Buriganga    

     b. The Brahmaputra  

     c. The karotoa  d. The dhalswari

7.   Who is the architect of Mufibnagar Memorendam?

     a. Mrinal Haque

     b. Shamim Shikdar  

     c.; Tanveer Kabir     

     d. Mainul Hossain

8.   Where is Benapole port located? In-

     a. Khulna  b. Jessore c. Pabna   d. Rajshahi

9.   On which date was the Bangladesh Bank established?

     a. 26 Marc, 1971

     b. 26 Marc, 1973    

     c. 26 Marc, 1972    

     d. 26 Marc, 1975

10.  Where in Bangladesh is kasava cultivated? In-

     a. Madhupur Garh           b. Rangpur     

     c. Bhawal  d. Dinajpur

     Answer the following questions (1115)

11.  The genome sequence of which animal did the scientist of Bangladesh discover for the first time?....................................

[To be continued ]

সর্বশেষ খবর