সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

শামসুল আলম শিক্ষক, বিসিএস কনফিডেন্স

 

৩০.  ‘রেস্তোরাঁ’ শব্দটি কোন দেশি শব্দ?

     ক. ফারসি    খ. ফরাসি

     গ. ওলন্দাজ   ঘ. পর্তুগিজ

৩১.  চা, চিনি, লিচু, কোন দেশি শব্দ?

     ক. তুর্কি খ. ফারসি  গ. ওলন্দাজ   ঘ. চীনা।

৩২.  ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

     ক. ক্ষুদ্রার্থে         খ. সংক্ষিপ্তার্থে

     গ. বৃহদার্থে        ঘ. ক ও খ

৩৩.  নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?

     ক. সতিন    খ. দাই  গ. সত্মা     ঘ. ননদ

৩৪.  বাংলায় কোন কোন পদে বচনভেদ হয়?

     ক. বিশেষ্য ও বিশেষণ    খ. সর্বনাম ও ক্রিয়া

     গ. বিশেষ্য ও সর্বনাম     ঘ. অব্যয় ও ক্রিয়া

৩৫.  ‘পঞ্চম’ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?

     ক. ক্রম বাচক খ. গণনা বাচক

     গ. পূরণ বাচক ঘ.  ক ও খ

৩৬.  ‘কবি কবি ভাব’ শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?

     ক. সামান্যতা       খ. আধিক্য

     গ. পৌনঃপুনিকতা    ঘ. কোনটি নয়

৩৭.  খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

     ক. ২০টি   খ. ২২টি   গ. ২১টি    ঘ. ২৩টি

৩৮.  নিচের কোন দুটি সংস্কৃত উপসর্গ?

     ক. অ, অসা       খ. সু, অপ

     গ. স,আব         ঘ. কু, উপ

৩৯.  বিয়োজক অব্যয় এর উদাহরণ কোনটি?

     ক. আর, কিংবা খ. ও, আর

     গ. অথবা, নতুবা    ঘ. কোনটিই নয়।

৪০.  ‘মরি মরি কি সুন্দর সকাল’ এখানে কোন ধরনের অব্যয় ব্যবহূত হয়েছে?

     ক. বিয়োজক অব্যয়     খ. অনন্বয়ী অব্যয়

     গ. সংযোজক অব্যয়     ঘ. সমুচ্চয়ী অব্যয়।

 

উত্তরমালা : ৩০.খ  ৩১.ঘ ৩২.ক ৩৩.ঘ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.গ ৩৮.খ  ৩৯.গ ৪০.খ ।

সর্বশেষ খবর