সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

ফারুক আহম্মদ, শিক্ষক, বাংলাক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

প্রথম পরিচ্ছেদ

রাষ্ট্রভাষা ও সাধু ও চলিত রীতির পার্থক্য বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর:

১.   রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধানস্বীকৃত ভাষাকে কী বলা হয়?

     ক. সম্মানি ভাষা     খ. মার্জিত ভাষা          গ. উপভাষা   ঘ. রাষ্ট্রভাষা

২.   প্রজাতন্ত্রের দাপ্তরিক কাজকর্মে হিন্দির পাশাপাশি ভারত কোন ভাষাকে  স্বীকৃতি দিয়েছে?

     ক. বাংলাকে   খ. হিন্দিকে        গ. আরবিকে  ঘ. ইংরেজিকে

৩.   বাংলাদেশের সংবিধানে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ নিয়মটি কোন অনুচ্ছেদে লেখা আছে?

     ক. প্রথম ভাগের তৃতীয়      খ. দ্বিতীয় ভাগের তৃতীয়    

     গ. তৃতীয় ভাগের প্রথম   ঘ. চতুর্থ ভাগের দ্বিতীয়

৪.   পাকিস্তান দাপ্তরিক ভাষা উর্দুর পাশাপাশি কোন ভাষাকে স্বীকৃতি দিয়েছে?

     ক. বাংলাকে   খ. হিন্দিকে        গ. আরবিকে  ঘ. ইংরেজিকে

৫.   কোন দেশের কোনো রাষ্ট্রভাষা নেই?

     ক. বাংলাদেশ  খ. ভারত   

      গ. নেপাল   ঘ. পাকিস্তান

৬.   ভারত প্রজাতন্ত্রের দাপ্তরিক কাজকর্মের ভাষা কোনটি?

     ক. বাংলা  খ. হিন্দি গ. ফারসি   ঘ. আরবি

৭.   ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি?

     ক. বাংলা    খ. হিন্দি  গ. ইংরেজি   ঘ. আরবি

৮.   বাংলা ভাষার রীতি কয়টি?

     ক. দুটি    খ. তিনটি   গ. চারটি   ঘ. পাঁচটি

৯.   মৌখিক রূপের রীতি কয়টি?

     ক. দুটি    খ. তিনটি      গ. চারটি   ঘ. পাঁচটি

১০.  লৈখিক রূপের  রীতি কয়টি?

     ক. দুটি   খ. তিনটি গ. চারটি    ঘ. পাঁচটি

১১.  অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকে কী বলে?

     ক. মৌখিক রীতি     খ. সাধুরীতি  

     গ. আঞ্চলিক ভাষারীতি      ঘ. চলিত রীতি

১২.  আঞ্চলিক ভাষার অপর নাম কী?

     ক. আদর্শ ভাষা খ. চলিত ভাষা      গ. সর্বজনস্বীকৃত ভাষা ঘ. উপভাষা

১৩.  ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত-রূপকে কী বলে?

     ক. প্রমিত ভাষারীতি   খ. চলিত রীতি

     গ. সাধুরীতি   ঘ. আঞ্চলিক রীতি

১৪.  চলিত ভাষা কোন নদীর তীরবর্তী থেকে রূপান্তর লাভ করে?

     ক. পদ্মা নদী খ. যমুনা নদী            গ. কপোতাক্ষ নদ    ঘ. ভাগীরথী নদী

১৫.  কোন ভাষারীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আদরণীয় ও আকর্ষণীয়?

     ক. সাধুরীতি   খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

১৬.  কোন ভাষা বক্তৃতা ও ভাষণে উপযোগী নয়।

     ক. সাধুভাষা খ. চলিতভাষা       গ. উপভাষা   ঘ. আঞ্চলিক ভাষা

১৭.  কোন ভাষারীতি বক্তৃতা ও ভাষণে উপযোগী।

     ক. সাধুরীতি   খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

১৮.  কোন ভাষারীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।

     ক. সাধুরীতি   খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

১৯.  কোন ভাষারীতি সহজ-সরল ও পরিবর্তনশীল।

     ক. সাধুরীতি   খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

২০.  কোন ভাষারীতি অপরিবর্তনীয়।

     ক. সাধুরীতি   খ. চলিতরীতি       গ. বিশেষ রীতি      ঘ. ছন্দরীতি

উত্তরমালা: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.খ ৭.ক ৮.ক ৯.ক ১০.ক ১১.গ ১২.ঘ ১৩.ক  ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.ক।

সর্বশেষ খবর