সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা সংবাদ

ইউল্যাব-সিএসডির দশক পূর্তিতে বই প্রকাশ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি) সংগঠনের এক দশক পূর্তিতে ‘জেন্ডার ইন অ্যাকোয়াকালচার’ শীর্ষক একটি গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। গত ৩ ফেব্রুয়ারি সিএসডি’র একদশক পূর্ণ হয়।

 

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাফল্য পেতে দরকার দীর্ঘ প্রস্তুতি ও সঠিক পরামর্শ। অনেক শিক্ষার্থী দীর্ঘ পড়াশোনাও করে ক্যাডেট ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পায় না। এক্ষেত্রে কোচিং কখনো কখনো বড় ভূমিকা রাখে। ঢাকার উত্তরাস্থ শহীদ ক্যাডেট একাডেমী ক্যাডেট কোচিংয়ে সফল একটা প্রতিষ্ঠান। এ বিষয়ে আরো জানতে ০১৭১৪৩৫৯৬৯২। উল্লেখ্য,  পরীক্ষায় সাফল্য পেতে পঞ্চম শ্রেণি থেকেই প্রস্তুতি শুরু করা ভালো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর