সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.   আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?  

     উত্তর : ৩৩

২.   সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?        

     উত্তর : ১৪   

৩.   পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?

     উত্তর : ১:২ 

৪.   অক্সিজেনের আণবিক ভর কত?  উত্তর : ৩২ 

৫.   অক্সিজেনের পারমাণবিক ওজন কত?   

     উত্তর : ১৬

৬.   ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

     উত্তর :৯২  

৭.   এপসম লবণের রাসায়নিক নাম কি?

     উত্তর :  ম্যাগনেসিয়াম সালফেট

৮.  ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি ?

     উত্তর : হাইড্রোজেন ও কার্বন-মনোক্সাইড

৯.   খাবার সোডার রাসায়নিক সংকেত কোনটি?

     উত্তর :  NaHCO3

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর