মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

নবম-দশম শ্রেণির পড়াশোনা

[পূর্ব প্রকাশের পর]

প্রথম অধ্যায় : প্রথম পরিচ্ছেদ: ভাষা

     বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর:

২১. কোন রীতি তদ্ভব শব্দবহুল?

     ক. চলিত রীতি খ. আঞ্চলিক রীতি         

     গ. সাধু রীতি ঘ. প্রমিত রীতি

২২.  কোন রীতি সহজ, সরল এবং সংক্ষিপ্ত?

     ক. চলিত রীতি খ. আঞ্চলিক রীতি         

     গ. সাধু রীতি ঘ. প্রমিত রীতি 

২৩.  উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? 

     ক. তিন প্রকার খ. চার প্রকার             

     গ. পাঁচ প্রকার      ঘ. সাত প্রকার

২৪.  নাটকের সংলাপ এবং বক্তৃতায় উপযোগী কোন ভাষা? 

     ক. চলিত ভাষা খ. সাধু ভাষা         

     গ. আঞ্চলিক ভাষা    ঘ. প্রমিত ভাষা

২৫.  যেসব শব্দ সোজাসুজি বাংলা থেকে এসেছে, সেসব শব্দকে বলা হয়—

     ক. তদ্ভব শব্দ খ. তৎসম শব্দ     

     গ. অর্ধ-তৎসম শব্দ ঘ. দেশি শব্দ

২৬.  চন্দ্র, সূর্য, নক্ষত্র, মনুষ্য, ভবন কোন শব্দ? 

     ক. তৎসম শব্দ      খ. অর্ধ-তৎসম শব্দ   গ. তদ্ভব শব্দ ঘ. দেশি শব্দ

২৭.  কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, ঢেঁকি কোন শব্দ?

     ক. তৎসম শব্দ      খ. অর্ধ-তৎসম শব্দ   গ. তদ্ভব শব্দ ঘ. দেশি শব্দ 

২৮.  জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত কোন শব্দ?

     ক. তৎসম শব্দ      খ. অর্ধ-তৎসম শব্দ  

     গ. তদ্ভব শব্দ ঘ. দেশি শব্দ 

২৯.  ফারসি শব্দ কোনটি?

     ক. লুঙ্গি     খ. চিনি    

     গ. হরতাল   ঘ. কারখানা

৩০.  কোনটি পর্তুগিজ শব্দ?

     ক. লুঙ্গি     খ. চশমা   

     গ. আনারস   ঘ. ইসলাম

৩১.  কোনটি গুজরাটি শব্দ?

     ক. লুঙ্গি     খ. চিনি                       

     গ. হরতাল   ঘ. কারখানা

৩২.  চাহিদা, শিখ কোন দেশি শব্দ?

     ক. আরবি    খ. পাঞ্জাবি                  

     গ. গুজরাটি  ঘ. জাপানি

৩৩.  কোনটি চীনা শব্দ?

     ক. লুঙ্গি     খ. চিনি                       

     গ. হরতাল   ঘ. কারখানা

৩৪.  রিকশা, হারিকিরি কোন দেশি শব্দ?

     ক. ফারসি    খ. পর্তুগিজ                  

     গ. গুজরাটি  ঘ. জাপানি

৩৫.  কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?

     ক. বঙ্গকামরূপী      খ. মাগধি প্রাকৃত             

     গ. সংস্কৃত    ঘ. ফারসি

৩৬.  চলিত ভাষার প্রবর্তক কে? 

     ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. প্রমথ চৌধুরী             

     গ. রবীন্দ্রনাথ ঠাকুর    

     ঘ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

৩৭.  বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি?

     ক. শ্রীকৃষ্ণকীর্তন খ. মঙ্গলকাব্য            গ. চর‌্যাপদ   ঘ. মেঘনাদবধ কাব্য

৩৮.  বাংলা গদ্য কোন যুগের নিদর্শন? 

     ক. প্রাচীন যুগ      খ. মধ্যযুগ                    

     গ. অন্ধকার যুগ     ঘ. আধুনিক যুগ

৩৯.  মিশ্র শব্দ কোনটি?

     ক. হারিকিরি  খ. হাট-বাজার               

     গ. ফুটবল         ঘ. সমীকরণ

৪০.  শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা এবং মুখের বুলি হিসেবে প্রচলিত কোন ভাষা?

     ক. চলিত ভাষা খ. সাধু ভাষা        

     গ. আঞ্চলিক ভাষা    ঘ. প্রমিত ভাষা

৪১.  ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

     ক. বিশেষভাবে বিশ্লেষণ

     খ. ব্যাখ্যা-বিশ্লেষণ  

     গ. বিশ্লেষণ  ঘ. বিশেষভাবে আলোচনা

৪২.  ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কী?

     ক. ব্যা+কৃ+অন খ. বি+কৃ+অন        

     গ. বি+আ+কৃ ঘ. বি+আ+কৃ+অন  

৪৩.  যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাকে কী বলে? 

     ক. ভাষা     খ. ব্যাকরণ             

     গ. ধ্বনি     ঘ. সমাস

৪৪.  ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?     

     ক. দুইটি    খ. তিনটি     

     গ. চারটি    ঘ. পাঁচটি

৪৫.  ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

     ক. ধ্বনিতত্ত্ব   খ. শব্দতত্ত্ব  

     গ. বাক্যতত্ত্ব   ঘ. অর্থতত্ত্ব

৪৬.  সমাস, কারক, প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?      

     ক. ধ্বনিতত্ত্ব   খ. শব্দতত্ত্ব  

     গ. বাক্যতত্ত্ব   ঘ. অর্থতত্ত্ব

৪৭.  রূপতত্ত্বের অপর নাম কী?

     ক. ধ্বনিতত্ত্ব   খ. শব্দতত্ত্ব  

     গ. বাক্যতত্ত্ব   ঘ. অর্থতত্ত্ব

৪৮.  ‘ণত্ব ও ষত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

     ক. ধ্বনিতত্ত্ব   খ. শব্দতত্ত্ব  

     গ. বাক্যতত্ত্ব   ঘ. অর্থতত্ত্ব

৪৯.  বাক্যতত্ত্বের অপর নাম কী?

     ক. ধ্বনিতত্ত্ব   খ. শব্দতত্ত্ব         গ. বাক্যতত্ত্ব   ঘ. পদক্রম

৫০.  ব্যাকরণের কাজ কী?

     ক. শৃঙ্খলা রক্ষা করা 

     খ. ভাষার কাজ করা

     গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা     

     ঘ. গষেষণা করা

৫১.  বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

     ক. প্রত্যয়    খ. প্রকৃতি                    

     গ. প্রাতিপদিক      ঘ. সম্বন্ধপদ

৫২.  অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?

     ক. সন্ধি    খ. বচন         

     গ. সমাস     ঘ. গৌণার্থ

৫৩.  বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?

     ক. পুরুষ    খ. বাচ্য                  

     গ. সমাস    ঘ. মুখ্যার্থ

৫৪.  ‘উক্তি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

     ক. ধ্বনিতত্ত্ব   খ. শব্দতত্ত্ব               

     গ. বাক্যতত্ত্ব   ঘ. অর্থতত্ত্ব

৫৫.  সাধিত শব্দ কত প্রকার?

     ক. দুই     খ. তিন      গ. চার   ঘ. পাঁচ

৫৬.  শব্দ গঠনের উদ্দেশ্যে নাম এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কী বলে?

     ক. প্রত্যয়    খ. প্রকৃতি                

     গ. প্রাতিপদিক ঘ. সম্বন্ধপদ

৫৭.  যে শব্দকে বা কোন শব্দের অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?

     ক. প্রত্যয়    খ. প্রকৃতি                      

     গ. প্রাতিপদিক ঘ. সাধিত শব্দ

৫৮.  হাতল, মুখর কোন প্রকৃতির উদাহরণ? 

     ক. নাম প্রকৃতির     খ. ক্রিয়া প্রকৃতির    

     গ. সাধিত         ঘ. প্রত্যয়

৫৯.  ক্রিয়া প্রকৃতির উদাহরণ কোনটি?

     ক. ফুলেল    খ. মুখর               

     গ. ঢাকা     ঘ. চলন্ত

৬০.  লিখিত কোন প্রত্যয়ের উদাহরণ? 

     ক. প্রাতিপদিক      খ. সাধিত প্রত্যয়      

     গ. ক্রিয়া প্রত্যয়     ঘ. নাম প্রত্যয়

৬১. প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ কে রচনা করেন?   

     ক. রাজা রামমোহন রায়            

     খ. এন বি হ্যালহেড       

     গ. হুমায়ূন আজাদ   

     ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৬২. কোনটি রূপতত্ত্বের উদাহরণ?

     ক. সন্ধি     খ. বচন        

     গ. বাগধারা   ঘ. বিপরীতার্থ  

৬৩.  ‘মুখ্যার্থ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

     ক. ধ্বনিতত্ত্ব   খ. শব্দতত্ত্ব   গ. বাক্যতত্ত্ব   ঘ. অর্থতত্ত্ব

৬৪. প্রকৃতি কত প্রকার?    

     ক. দুই    খ. তিন  গ. চার   ঘ. পাঁচ  

 

উত্তরমালা : ২১.ক ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮. খ ২৯.ঘ ৩০. গ ৩১.গ ৩২.খ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.ক ৪১.ক ৪২.ঘ ৪৩.খ ৪৪.গ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.ক ৪৯.ঘ ৫০.গ ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.ক ৫৬.ক ৫৭.খ ৫৮. ক ৫৯. ঘ ৬০. গ ৬১.ক ৬২. খ ৬৩. ঘ ৬৪.ক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর