ক বিভাগ-গদ্য
১. একদা এক তাঁতি জরুরি কাজে বাইরে যাওয়ার আগে করিম বখ্শ নামে এক বালকের কাছে একটি দোকানের দায়িত্বভার দিলেন। নানা দুর্বিপাকে পড়ে দোকানের মালিক প্রায় সাত বছর পর ফিরে এসে দেখেন যে, বালকটি সৎ ও কর্মঠ হওয়াতে ওই দোকানসহ আরও দুটি দোকান তৈরি করে ফেলেছে। বালকটি তার ওপর অর্পিত দায়িত্ব বুঝিয়ে দিতে চাইলে মালিক খুশি হয়ে তাকে তিনটি দোকানই চিরদিনের জন্য উপহার দেন।
ক. অম্বরপুরের কাপালিরা বন্যায় নিরাশ্রয় হয়ে কোথায় আশ্রয় নিল? ১খ. কুড়িয়ে পাওয়া আমগুলো অনাদৃত অবস্থায় পড়ে রইল কেন? ২
গ. করিম বখেশর সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘বালকের মাঝে কিশোরদের সততার দৃষ্টান্ত ফুটে উঠেছে’- উক্তিটির যথার্থতা প্রমাণ কর। ৪
২. ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতা ইয়াছির আরাফাত। তিনি ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ফিলিস্তিনের মানুষকে তিনি একতাবদ্ধ করেছেন এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। স্বাধীনতা অর্জনের আগেই ইয়াসির আরাফাত মারা যান। কিন্তু ফিলিস্তিনের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
ক. ছয় দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা কে? ১
খ. ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে ইয়াছির আরাফাতের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন গুণটি লক্ষণীয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইয়াছির আরাফাত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই জাতির চিরন্তন প্রেরণার আদর্শ হয়ে আছে- উদ্দীপক ও ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের আলোকে আলোচনা কর। ৪
২. অন্নপায়ী বঙ্গবাসী
স্তন্যপায়ী জীব
জন-দশেকে জটলা করি
তক্তপোশে বসে।
ক. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ১
খ. হিমালয়কে সর্ব দৈব-শক্তির লীলা- নিকেতন বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের মূলভাবের সঙ্গে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকটিতে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের সমগ্র বিষয়বস্তু ফুটে উঠেছে কী? যুক্তি দিয়ে উপস্থাপন কর। ৪
খ-বিভাগ-কবিতা
৪. হ, বেবাক মানুষেরই এমবাই ঠকাইছে। করিম গাজী বলে-আরে মিয়া এমন কারবারডা হইল আর তুমি ফিরা চলছ? কী করমু তয়? কী করবা, খেঁকিয়ে ওঠে করিম গাজী। চল আমাগ লগে, দেহি কী করতে পারি। একটা কিছু না কইর্যা ছাইড়্যা দিমু? তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে বলে-হ চল। রক্ত চুইষ্যা খাইছে। অজম করতে দিমু না। যা থাকে কপালে।
ক. ‘দুই বিঘা জমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ১
খ. উপেন সন্ন্যাসীবেশে দেশে দেশে ঘুরে বেড়ায় কেন? ২
গ. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার কোন দিকটি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. বর্তমান সমাজে ক্ষমতাবানদের নিষ্ঠুরতার শিকার গরিব মানুষ-উক্তিটি উদ্দীপক এবং ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে বিশ্লেষণ কর। ৪
৫. বড় আপার বাসা খুলনার খালিশপুর। তিন তালার একটি বাড়িতে তারা ভাড়া থাকেন। সেখানে বেড়াতে গিয়ে জানতে পারলাম এই বাড়িতে পাঁচটি পরিবার থাকে। দুটি মুসলিম, দুটি হিন্দু এবং একটি খ্রিস্টান পরিবার। কিন্তু তারা সবাই একই পরিবারের মতো বাস করে। একজনের দুঃখে অন্যজন যেমন শরিক হন তেমনি সুখে একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেয়। এক পরিবারের খাবার অন্য পরিবারের পাঠানো হয়। এমনকি ঈদ-পূজা ও বড়দিনের মতো ধর্মীয় অনুষ্ঠানেও সবাই মিলে আনন্দ করে। ক. গানে লালন নিজেকে কী বলে উল্লেখ করেছেন? ১
খ. লালন মনুষ্যধর্মকে প্রাধান্য দিয়েছেন কেন? ২
গ. উদ্দীপকে ‘মানবধর্ম’ কবিতার কোন আদর্শবোধের দিকটি তুলে ধরা হয়েছে— ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের পাঁচটি পরিবারের চেতনা এবং ‘ মানবধর্ম’ কবিতার লালনের চেতনা যেন একই ধারায় প্রবাহিত উক্তিটি বিশ্লেষণ কর। ৪
৬. আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে
ওগো মা........
ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাতে করে কঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ক. কেশেতে গয়না পরায় কে? ১
খ. ভূমিহীন মানুষ সে ফসলের অধিকার থেকে বঞ্চিত- বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের সঙ্গে ‘দেশ’ কবিতার বৈসাদৃশ্য ? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকটি ‘দেশ’ কবিতার পরিপূরক নয়- তোমার কী মনে হয় উক্তিটি যথার্থ? মতামত বিশ্লেষণ কর। ৪
গ বিভাগ-সহপাঠ
৭. ইংরেজরা এই দেশ পরিচালনার সময় ‘সূর্যাস্ত আইন’ নামে একটি ভয়াবহ আইন প্রবর্তন করেন। এর নিয়ম ছিল, সূর্যাস্তের আগেই তাদের পাওনাদি মিটিয়ে দিতে হবে। অন্যথায় কোনো কারণ দর্শানো ছাড়াই জমিদারি ছেড়ে দিতে হবে। বাংলার অসংখ্য প্রজা এই নির্মম আইনে সর্বস্বান্ত হয়ে পথে বসেছে। তবে খুব বেশি দেন এই আইন ইংরেজরা স্থায়ী করতে পারেনি। কারণ, অন্যায় চিরস্থায়ী নয়।
ক. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের রচয়িতা কে? ১
খ. শাইলক এ্যান্টিনিওকে পছন্দ করত না কেন? ২
গ. উদ্দীপকে ইংরেজদের সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের শাইলকের সাদৃশ্য তুলে ধর। ৩
ঘ. ‘অন্যায় চিরস্থায়ী নয়’- উক্তিটির আলোকে উদ্দীপক ও ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের আলোকে বিশ্লেষণ কর। ৪
৮. ধনি পরিবারের সন্তান জনি। বিলাসিতার মধ্য দিয়ে বড় হলেও জনি অনেক পরিশ্রমী। প্রয়োজনের অতিরিক্ত সময় সে কখনো বাইরে থাকে না। সংসারের সকল কাজে মা-বাবা ও স্ত্রীকে সহযোগিতা করে। তাই পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে।
ক. ‘রিপভ্যান ছেলেদের কী শেখাত? ১
খ. রিপের আড্ডাবাজ মনোভাবকে তার স্ত্রী মেনে নিল না কেন? ২
গ. উদ্দীপকের জনির মনোভাবের সঙ্গে ‘রিপভ্যান উইংকল’ গল্পের রিপের মনোভাবের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের জনি ও গল্পের রিপভ্যান দুজনই পরোপকারী হলেও সংসারে দুজনের দুরকম গুরুত্ব- উদ্দীপক ও ‘রিপভ্যান উইংকল’ গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর। ৪
৯. ডিসকাভারি চ্যানেলের বিয়ার গেইলস প্রমাণ করেছেন জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে যেকোনো প্রতিকূল পরিবেশেই টিকে থাকা যায়। পাহড়, বন এমনকি সাগরে মনোবল ছাড়া কেউ টিকে থাকতে পারে না। নিজের উদ্যোগ এবং কর্ম পদ্ধতিই টিকে থাকার জন্য যথেষ্ট।
ক. রবিনসন কোন স্থানের উদ্দেশে প্রথম সমুদ্র যাত্রা শুরু করে? ১
খ. অজানা দ্বীপে রবিনসন কীভাবে তারিখের ঠিক রেখেছিল? ২
গ. “বিয়ার গেইলস এর মাঝে রবিনসনের কোন ছায়া দেখা যায়” ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের চেয়ে ‘রবিনসন ক্রুশো’ গল্পটি আরো রোমাঞ্চকর’- উক্তিটি উদ্দীপক ও ‘রবিনসন ক্রুশো’ গল্পের আলোকে বিশ্লেষণ কর। ৪