শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভর্তি তথ্য

ইবি ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর প্রথম শিফটে ‘এ’ ইউনিট এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে  ‘বি’ ইউনিটের পরীক্ষা, ৫ ডিসেম্বর প্রথম শিফটে ‘এইচ’ ইউনিট এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ‘সি’ ইউনিট, ৬ ডিসেম্বর প্রথম ও দ্বিতীয় শিফটে ‘জি’ ইউনিট এবং তৃতীয় ও চতুর্থ শিফটে ‘ডি’ ইউনিট, ৭ ডিসেম্বর প্রথম এবং দ্বিতীয় শিফটে ‘ই’ ইউনিট এবং তৃতীয় শিফটে একই অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য www.iu.ac.bd-এ পাওয়া যাবে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে।

হাবিপ্রবিতে আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইন বা মোবাইলে আবেদন প্রক্রিয়া ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে।  চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২১ ডিসেম্বর। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদে ২০টি কোর্সে মোট ১,৯৫৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধার সন্তান কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত রয়েছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.hstu.ac.bd/admission

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর