সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

মো. মিজানুর রহমান

সৃজনশীল প্রশ্ন (৭০)

[পূর্ব প্রকাশের পর]

খ অংশ - পদ্য

৫.   সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,

     সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।

     মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো

     নিজেরে করো জয়।

     দুর্বলেরে রক্ষা করো,

     দুর্জনেরে হানো নিজেরে দীন

     নিঃসহায় যেন কভু না জানো...

     মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরই

     দিয়ো কঠিন পরিচয়

     ক. স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্য রচনা করেন?

     খ. ‘ওহে জীব, কর আকিঞ্চন’—কেন এ কথা বলা হয়েছে?   

     গ. উদ্দীপকটির অনুভব ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটির সঙ্গে সম্পর্কিত? ব্যাখ্যা করো।         

     ঘ. ‘মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরই দিয়ো কঠিন পরিচয়’— উদ্দীপক ও ‘জীবন-সঙ্গীত’ কবিতা অবলম্বনে উক্তিটি ব্যাখ্যা করো।

৬.   আকাশ ভরা সূর্য-তারা,

     বিশ্ব ভরা প্রাণ,

     তাহারি মাঝখানে,

     আমি পেয়েছি মোর স্থান

     বিস্ময়ে তাই জাগে, আমার গান।     [চলবে]

সর্বশেষ খবর