বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথমপত্র

মিজানুর রহমান

অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথমপত্র

অতিথির স্মৃতি

—শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১.   পাখিদের আনাগোনা কখন শুরু হয়?

     ক. সন্ধ্যাবেলায়      খ. রাতের শেষে

     গ. সকালবেলায় ঘ. সাঁঝের বেলায়

২.   মালিনী কুকুরটি তাড়িয়ে দিল কেন?

     ক. দেখতে বিশ্রী বলে      

     খ. রাখার জায়গা নেই বলে

     গ. অতিথি কুকুর পছন্দ করে না বলে   

     ঘ. মালিনীর খাবারে ভাগ বসানোয়

৩.   ‘অতিথির স্মৃতি’ রচনায় প্রকাশ পেয়েছে লেখকের—

     ক. ধর্মনিষ্ঠা   খ. স্বাজাত্যবোধ

     গ. জীবপ্রেম  ঘ. দায়িত্বশীলতা

৪.   ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন?

     ক. গৃহের প্রতি উদাসীনতা   

     খ. অতিথির জন্য বিরহ কাতরতা

     গ. পরিবারের প্রতি অনীহা                  

     ঘ. দেওঘরের প্রতি মমতা

৫.   প্রাচীরের ধারে কোন গাছটি ছিল?

     ক. বকুল    খ. জারুল

     গ. ইউক্যালিপটাস   ঘ. পাইন

৬.   ‘অতিথির স্মৃতি’ গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত কেন?

     ক. সংস্কারের কারণে  

     খ. বিকৃতি আড়াল করতে

     গ. ঠাণ্ডা থেকে রক্ষা পেতে          

     ঘ. সৌন্দর্য বৃদ্ধি করতে

৭.   বাতব্যাধিগ্রস্ত রোগীদের কখন ঘরে প্রবেশ করা প্রয়োজন?

     ক. সন্ধ্যার আগে

     খ. সন্ধ্যার পরে

     গ. দুপুরবেলা

     ঘ. গোধূলিবেলা

৮.   ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?

     ক. টুনটুনি  খ. দোয়েল গ. শ্যামা  ঘ. বেনে-বউ

৯.   লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?

     ক. প্রহার করায়    খ. খাবার না দেওয়ায়

     গ. গেট বন্ধ থাকায়

     ঘ. অতিরিক্ত আদর পাওয়ায়

১০.  ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠার কথা উল্লেখ রয়েছে?

     ক. দোয়েল  খ. শ্যামা  গ. বুলবুলি ঘ. শালিক

১১.  ‘অতিথির স্মৃতি’ গল্পের পীড়িত মানুষজন কেমন পরিবারের সন্তান?

     ক. উচ্চবিত্ত   খ. মধ্যবিত্ত

     গ. নিম্নবিত্ত   ঘ. নিম্নমধ্যবিত্ত

১২.  ‘অতিথির স্মৃতি’ গল্পটি পড়ে শিক্ষার্থীরা কী পরিহার করবে?

     ক. অলসতা     খ. চঞ্চলতা

     গ. নিষ্ঠুরতা      ঘ. খেলাধুলা

১৩.  অতিথিকে বাগানে ঢুকতে না দিলে অতিথি কী করে?

     ক. বারান্দায় বসে থাকে 

     খ. বাড়ির পেছনে বসে থাকে

     গ. গেটের বাইরে লাফালাফি করছিল              

     ঘ. পথের ধারে বসে থাকে

১৪. চাকর কখন এসে জানাল কুকুরটি বাইরে বসে আছে?

     ক. দুপুরে খ. বিকেলে গ. সন্ধ্যায়  ঘ. রাত্রে

১৫. লেখক বিকেলে কোথায় বসেন?

     ক. পার্কে খ. বারান্দায়  গ. মাঠে  ঘ. পথের ধারে

১৬.  ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের সঙ্গে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়?

     ক. পথে হাঁটতে বের হওয়ার সময়        

     খ. পথের ধারে বসে থাকার সময়

     গ. বাড়ির লোহার গেটের সামনে         

     ঘ. হাঁটার পর ঘরে ফেরার সময়

১৭.  ‘অতিথির স্মৃতি’ গল্পে মানুষ ও জীবের মধ্যে সম্পর্ক স্থায়ীরূপ পেতে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় কোনটি?

     ক. বাড়ির লোহার গেট

     খ. দেওঘর ত্যাগ

     গ. প্রতিকূল পরিবেশ  

     ঘ. মানবীয় আচরণ

১৮.  লেখক দুপুরবেলা কোন ঘরে বিছানায় শুয়ে ছিলেন?

     ক. বসার ঘরে খ. ওপরের ঘরে

     গ. নিচের ঘরে ঘ. শোবার ঘরে

১৯.  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?

     ক. এমফিল খ. ডক্টর  গ. ডিলিট ঘ. ডিএসসি

২০.  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের রেঙ্গুন অবস্থানের সময়কাল হচ্ছে—  

    ক. ১৯০১-১৯১৬    খ. ১৯০২-১৯১৬

    গ. ১৯০৩-১৯১৬    ঘ. ১৯০৪-১৯১৬

২১.  জানালার মধ্য দিয়ে বাইরে কোন দিকে লেখক তাকিয়ে ছিলেন?

     ক. ফুল বাগানের দিকে

     খ. রৌদ্রতপ্ত নীল আকাশের দিকে

     গ. রাস্তার দিকে     ঘ. অতিথির দিকে

২২.  মালি-বউয়ের বয়স কেমন ছিল?

     ক. বেশি বয়সী      খ. প্রৌঢ়া 

     গ. কম বয়সী ঘ. কিশোরী

২৩.  ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘বায়ু পরিবর্তন’ কথাটিতে কী বোঝানো হয়েছে?

     ক. বাসস্থানের পরিবর্তন

     খ. স্বাস্থ্যকর পরিবেশে বসবাস

     গ. স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া  

     ঘ. চিকিৎসকের নির্দেশ দান

২৪.  অতিথি কোন দুপুরবেলা লেখকের কাছে এসেছিল?

     ক. খেতে পায়নি বলে 

     খ. ঘুমানোর জন্য

     গ. নালিশ জানাতে    ঘ. বেড়াতে

২৫.  পা ফোলা অল্প বয়সী মেয়েরা কিসের শিকার?

     ক. বেরিবেরি  খ. পোলিও  

     গ. ধনুষ্টঙ্কার   ঘ. টাইফয়েড

২৬.  কুকুর দেখে লেখকের কী মনে হয়েছিল?

     ক. বাচ্চা কুকুর খ. নেড়ে কুকুর

     গ. বয়সী কুকুর ঘ. অর্ধবয়সী কুকুর

২৭. বেনে-বউ পাখি কয় দিন আসেনি তার কারণ হিসেবে লেখক কী মনে করেন?

     ক. তারা মারা গিয়েছে

     খ. ব্যাধে ধরেছে হয়তো

     গ. দূরে কোথাও চলে গিয়েছিল   

     ঘ. তাদের বিক্রি করা হয়েছিল

২৮.  ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন ধরনের প্রতিকূলতা উঠে এসেছে?

     ক. দারিদ্র্যের প্রতিকূলতা

     খ. স্নেহপ্রীতির প্রতিবন্ধকতা

     গ. সামাজিক ভেদাভেদ

     ঘ. ধনী-গরিবের পার্থক্য

২৯.  ‘অতিথির স্মৃতি’ গল্পপাঠ আমাদের কোন

     বোধে উদ্বুদ্ধ করবে?

     ক. অন্ধ দেশাত্মবোধ  

     খ. স্বার্থপরতা

     গ. মানবিকতাবোধ    ঘ. প্রাণীহত্যা নীতি

৩০.  ‘দেওঘরের স্মৃতি’ গল্পের মূল চেতনা কী?

     ক. পরিবেশ সম্পর্কে সচেতনতা 

     খ. মানুষের প্রতি সংবেদনশীলতা

     গ. প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ

     ঘ. প্রাণীর প্রতি সংবেদনশীলতা

৩১.  বেড়াতে বের হয়ে লেখক অতিথিকে জিজ্ঞেস করলেন—

     i. আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল

     ii. হাড়গুলো চিবোতে কেমন লাগল

     iii. কাল তোকে খেতে নেমতন্ন করলাম, এলিনে কেন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii   

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩২. অতিথির আগমন সবচেয়ে অসন্তুষ্ট ছিল—

     i. চাকর    ii. বামুন ঠাকুর    

     iii. মালির মালিনী

     নিচের কোনটি সঠিক?

     ক. i      খ. ii   গ. iii     ঘ. ii ও iii

৩৩.  অতিথির নালিশ লেখক অনুধাবন করলেন—

     i. চোখ দুটি ভেজা দেখে    

     ii. ঘেউ ঘেউ শব্দ শুনে

     iii. লেজ নাড়তে দেখে

     নিচের কোনটি সঠিক?

     ক. i  খ. ii   গ. iii  ঘ. i ও iii

৩৪. দেওঘরের প্রতি লেখকের বিশ্বাস ছিল্ত

     i. দেওঘরে আসাটা গতানুগতিক ব্যাপার

     ii. অসুখ সম্পূর্ণ নিরাময় হয় না

     iii. শুধু নিজেকে কর্তব্যমুক্ত করার জন্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i  খ. ii  গ. iii  ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১.খ ২.ঘ ৩.গ ৪.খ ৫.গ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.ক ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.গ ২১.খ ২২.গ ২৩.ক ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.খ ২৮.খ ২৯.গ ৩০.ঘ ৩১.ক ৩২.গ ৩৩.ক ৩৪.ঘ

সর্বশেষ খবর