বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

বাংলা প্রথমপত্র

ফারুক আহম্মদ

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

অতিথির স্মৃতি : শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

 

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘অতিথির স্মৃতি’ গল্প থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ছাপানো হলো:

১.    শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

     উত্তর: ১৮৭৬ সালে

২.    জীবিকার সন্ধানে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গমন করেন?

     উত্তর : রেঙ্গুনে

৩.    ‘বড়দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?

     উত্তর : ভারতী পত্রিকায়

৪.    ‘শ্রীকান্ত’ উপন্যাস কত খণ্ডে রচিত?     

     উত্তর: চার খণ্ডে

৫.    শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 

     উত্তর: ১৯৩৮ সালে

৬.    কোন বিশ্ববিদ্যালয় থেকে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?

     উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়

৭.    ‘দেওঘরের স্মৃতি’ গল্পটি বর্তমান নাম কী?

     উত্তর: অতিথির স্মৃতি

৮.    ‘অতিথির স্মৃতি’ গল্পটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কী পরিহার করবে?

     উত্তর: মানবেতর প্রাণির প্রতি নিষ্ঠুরতা

৯.    ভজন শব্দের অর্থ কী?

     উত্তর: প্রার্থনামূলক গান

১০.   কোন রোগে হাত-পা ফুলে যায়?

     উত্তর: বেরিবেরি রোগে

১১.   পাণ্ডুর অর্থ কী?

     উত্তর: ফ্যাকাশে

১২.   কোনটি শোথ জাতীয় রোগ?

     উত্তর: বেরিবেরি

১৩.   লেখক কার আদেশে দেওঘরে এসেছিল?

     উত্তর: চিকিৎসকের

১৪.   লেখক কেন দেওঘরে এসেছিল?

     উত্তর: বায়ু পরিবর্তনের জন্য

১৫.   রাত কয়টার সময় গলাভাঙ্গা সুরে ভজন শুরু করে?

     উত্তর : তিনটা

১৬.   লেখকের কী শুনে ঘুম ভেঙে যায়?

     উত্তর : ভজন

১৭.   সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি? 

     উত্তর : দোয়েল

১৮.   একটু দেরি করে আসে কোন পাখি?

     উত্তর : বেনে-বউ

১৯.   বেনে-বউ কোন গাছের উঁচু ডালে বসে?

     উত্তর : ইউক্যালিপটাস গাছে   

২০.   পাখি চালান দেওয়া কাদের কাজ?

     উত্তর : ব্যাধেদের।

সর্বশেষ খবর